১০৮ মেগাপিক্সেল ক্যামেরা-সহ বাজারে আসতে চলেছে Realme 8 সিরিজ, জেনে নিন খুঁটিনাটি

Realme 8: Realme 8 সিরিজে ঠিক কোন ধরনের ক্যামেরা টেকনোলজি থাকছে? গতকাল এক ভার্চুয়াল ইভেন্টে এই নিয়েই বিস্তারিত জানাল চিনের ফোন প্রস্তুতকারী সংস্থা Realme। সেই সূত্রে জানা গিয়েছে, Realme 8 Pro ফোনে থাকবে ১০৮ মেগা পিক্সেল Samsung HM2 প্রাইমারি ক্যামেরা সেন্সর। থাকবে একটি ইন-সেন্সর জুম টেকনোলজি। আসুন জেনে নেওয়া যাক বিশদে!
সম্প্রতি এক অনলাইন ইভেন্টে Realme-এর তরফে জানানো হয়েছে, Realme 8 সিরিজে ১০৮ মেগাপিক্সেলের Samsung HM2 শ্যুটার ব্যবহার করা হবে। এর এক্সপোজারও যথাযথ। এক্ষেত্রে Realme 8 Pro-তে যে লেন্স ব্যবহার করা হচ্ছে, তার রেজোলিউশন ১২,০০০X৯,০০০ পিক্সেলস। সেন্সরের সাইজ ১/১.৫২। এগুলির সঙ্গে ইন-সেন্সর জুম টেকনোলজিও থাকছে। যার সাহায্যে ছবিগুলিকে আরও জুম করে তোলা সম্ভব হবে। পাশাপাশি এই টেকনোলজির হাত ধরে ১০৮ মেগাপিক্সেলের একটি ছবিকে ১২ মেগাপিক্সেল পর্যন্ত ক্রপ করা যায়। এক্ষেত্রে ছবি ফেটে যাওয়ারও কোনও সম্ভাবনা নেই।
১০৮ মেগাপিক্সেল সেন্সর ও ইন-লেন্স জুম টেকনোলজি ছাড়াও ক্যামেরায় একটি আপডেটেড স্টারি মোড (Starry Mode) পাওয়া যাবে। টাইম ল্যাপস ভিডিওতে কাজ করবে এই স্টারি মোড। এক্ষেত্রে লো লাইট শটসে ভালো ভালো ছবি তোলা যাবে। এই ফিচারের সাহায্যে ৪৮০ সেকেন্ডের মধ্যে ৩০ টি ছবি ও ১ সেকেন্ডের টাইম ল্যাপস ভিডিও ক্যামেরাবন্দী করা যাবে।
সম্প্রতি Realme-এর তরফে একটি নতুন টিল্ট-শিফট টাইম ল্যাপস (tilt-shift time-lapse) ভিডিও ফিচারের কথা জানানো হয়। শোনা যাচ্ছে, Realme 8 সিরিজেও থাকবে এই ফিচার। এই ফিচারের সূত্র ধরে টিল্ট শিফ্ট ছবি ও 10x ফাস্টার টিল্ট-শিফ্ট টাইম ল্যাপস ভিডিও তোলা যাবে। এক্ষেত্রে ছবি বা ভিডিওর শেপ, অ্যাঙ্গেল, পজিশন ও নানা ধরনের এফেক্টস ঠিক করার সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
উল্লেখ্য, শীঘ্রই বাজারে আসতে পারে Realme 8 সিরিজের ফোন। ফোন প্রস্তুতকারী সংস্থা সূত্রেও সেই ইঙ্গিত মিলেছে। তবে ক্যামেরা নিয়ে আর কোনও বিস্তারিত তথ্য জানা যায়নি। আপাতত, লঞ্চের দিকে তাকিয়ে Realme-প্রেমীরা!
Follow us on
Download News18 App

source

About AM Desk

Check Also

 নেতানিয়াহুকে হত্যার উদ্দেশ্যে ইসরায়েলিকে নিয়োগ ইরানের

Asia Monitor18 এক ইসরায়েলই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে যাকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ ইসরায়েলই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!