বিতর্কিত মডেল মৌ
#ঢাকা : নয় নয় করে ১১ টি বিয়ে করেছেন তিনি! অভিযোগ, সম্পত্তি হাতিয়ে নিয়েই ছেড়ে দিতেন স্বামীদের! এমনকি ধনী ব্যক্তিদের ফাঁদে ফেলে, তাঁদেরকে ব্ল্যাকমেলও করতেন বাংলাদেশের (bangladesh) মডেল মরিয়ম আক্তার মৌ (mariyam aktar mou)। মাদক মামলায় সম্প্রতি গ্রেফতার হয়ে জেলবন্দি রয়েছেন বাংলাদেশের দুই মডেল মরিয়ম আক্তার মৌ এবং ফারিয়া মাহবুব পিয়াসা। আর এদের নিয়েই এখন জোর চর্চা বাঙালি চা-টেবিলে। বুধবার বাংলাদেশী অভিনেত্রী পরীমনি আটক হওয়ার পরে আবারও নতুন করে সামনে চলে এসেছে এই দুই বাংলাদেশী মডেলের নাম।
দুই মডেলের গ্রেফতারির পর তদন্তে নেমে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশের হাতে। পুলিশ জানতে পেরেছে, প্রায় ৫০ জন মেয়ে কাজ করত মরিয়ম আক্তার মৌ নামের এই উঠতি মডেল। ফারিয়া মাহবুব পিয়াসার দেওয়া তথ্য মতই রবিবার রাতে মাদক মামলায় গ্রেফতার করা হয় মৌকে। আর এরপরই উঠে আসে একের পর এক তথ্য।
পুলিশ সূত্রে খবর, ঢাকার বারিধারায় একটি অভিজাত আবাসানের দ্বিতীয় তলায় মাসিক ২ লাখ ১৫ হাজার টাকা ভাড়ার একটি ফ্ল্যাটে থাকতেন পিয়াসা। রবিবার রাতে সেখানেই অভিযান চালিয়ে প্রচুর মাদক উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় পিয়াসাকেও। এরপর পিয়াসার বয়ানের উপর ভিত্তি করেই গ্রেফতার করা হয় মৌকে।
পিয়াসা জানায়, প্রায় ৫০ জন মেয়ের একটি গ্যাং কাজ করত মৌ-র আন্ডারে। ধনীব্যক্তিদের টার্গেট করে প্রথমে পার্টি করার নাম করে বাড়িতে ডেকে আনা হত। অভিযোগ, তারপর তাঁদের সঙ্গেই সেই সমস্ত মেয়েদের গভীর মেলামেশার ভিডিও করা হত। পরবর্তীতে সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে তাঁদের থেকে টাকা আদায় করত মৌ।
পিয়াসাকে জেরা করেই পুলিশ জানতে পেরেছে, মোহাম্মদপুরে পাঁচতলা বিশাল বাড়ি রয়েছে মৌয়ের। সঙ্গে নামী ব্র্যান্ডের তিনটি দামি গাড়িও রয়েছে। মাদক মামলায় মৌকে গ্রেফতার করা হলেও, এই ঘটনার পেছনে আরও বড় কোনও রাঘববোয়ালদের যোগাযোগ আছে কিনা এবং থাকলেও তা কতোটা? এইসব প্রশ্নই খতিয়ে দেখছে পুলিশ।
Follow us on
Download News18 App
Check Also
নেতানিয়াহুকে হত্যার উদ্দেশ্যে ইসরায়েলিকে নিয়োগ ইরানের
Asia Monitor18 এক ইসরায়েলই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে যাকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ ইসরায়েলই …