#ঢাকা: এপার বাংলায় ধ্বংসলীলা চালিয়ে এবার ওপার বাংলায় আছড়ে পড়ল সাইক্লোন আমফান । গতকাল, বুধবার রাত থেকেই শুরু হয়েছিল বাংলাদেশের উপকূলে ল্যান্ড ফল হওয়ার প্রক্রিয়া । ঝড়ের প্রথম ধাক্কাতেই পদ্মা পাড়ে আমফানের বলি সাত জন ।
পশ্চিমবঙ্গের দিঘা আর হাতিয়া দ্বীপ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় । বুধবার বাংলাদেশের সুন্দরবন হয়ে মূল ভূখণ্ডে প্রবেশ করে এই ঝড় । ইতিমধ্যেই বরগুণা, সাতক্ষীরা, পীরযপুর, ভোলা, পাতুয়াখালি এলাকা থেকে মৃত্যুর খবর এসেছে । মারা গিয়েছেন, সাইক্লোন মোকাবিলা দলের প্রধান শাহ আলম, প্রায় সাত ঘণ্টা নিখোঁজ থাকার পর কালাপারা উপজেলার একটি ক্যানেল থেকে উদ্ধার হয়েছে তাঁর দেহ ।
প্রায় ২৪ লক্ষ মানুষকে ১৯টি উপকূলবর্তী জেলা থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল । সাড়ে ১৪ হাজার ত্রাণ শিবিরে তাঁদের রাখা হয়েছে । অন্তত ১ লক্ষ মানুষের কাছে নেই বিদ্যুৎ সংযোগ ।
Follow us on
Download News18 App
Check Also
নেতানিয়াহুকে হত্যার উদ্দেশ্যে ইসরায়েলিকে নিয়োগ ইরানের
Asia Monitor18 এক ইসরায়েলই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে যাকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ ইসরায়েলই …