#কলকাতা: করোনা মহামারীর প্রভাবে ওয়ার্ক ফ্রম হোম এবং স্কুলের অনলাইন ক্লাসের জন্য একটি গুরুত্বপূর্ণ দরকারি জিনিস হল ওয়েবক্যাম। কিন্তু অনেক সময়েই ওয়েবক্যামের ক্যামেরা নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। এর মধ্যেই মাইক্রোসফট (Microsoft) লঞ্চ করেছে তাদের Windows 11 অপারেটিং সিস্টেম। Windows 11-এ পুরনো কম্পিউটারের ওয়েবক্যাম কাজ না করলে নির্দিষ্ট কয়েকটি উপায় অবলম্বন করে দেখা যেতে পারে।
পুরনো কম্পিউটারের ওয়েবক্যাম, Windows 11-এ ব্যবহার করার উপায়-
স্টেপ ১ – প্রথমেই ওয়েবক্যাম ক্যামেরার ম্যানুফ্যাকচারারের ওয়েবসাইট ওপেন করতে হবে এবং দেখে নিতে হবে সেটি Windows 11 এ চলবে কি না। পুরনো ক্যামেরা উইন্ডোজের নতুন ভার্সনে না-ও চলতে পারে।
স্টেপ ২ – নিজেদের সিস্টেম রিবুট করে দেখতে হবে সেটি চলছে কি না। নিজেদের সিস্টেম রিস্টার্ট করে দেখতে হবে, যে সকল অ্যাপের ক্ষেত্রে ক্যামেরার দরকার হয় সেগুলো ডিসকানেকটেড হয়ে গিয়েছে কি না।
আরও পড়ুন – Windows 11 ভাল লাগছে না? জেনে নিন কীভাবে ফের ফিরে যাবেন Windows 10-এ
স্টেপ ৩ – যদি নিজেদের ওয়েবক্যাম কর্ডের মাধ্যমে যুক্ত করা থাকে তাহলে সেটি খুলে আবার ভালো করে প্লাগ ইন করে দেখে নিতে হবে সেটি কাজ করছে কি না।
স্টেপ ৪ – নিজেদের সিস্টেমের অ্যান্টি ভাইরাস, প্রাইভেসি সফটওয়্যার এবং ফায়ারওয়েল টেম্পোরারি ভাবে ডিজএবল করে দিতে হবে। এক্ষেত্রে ওয়েবক্যাম প্রোটেকশনের জন্য ক্যামেরা ব্লক করা থাকলে সেটি বোঝা যাবে।
স্টেপ ৫ – ডিভাইজ ম্যানেজারের মাধ্যমে ক্যামেরা এনেবল করে আবার ডিজএবল করতে হবে।
আরও পড়ুন – দীপাবলিতেই বাজারে আসছে জিও ফোন নেক্সট, দাম নাগালের মধ্যে, থাকছে সহজ কিস্তির সুবিধাও
স্টেপ ৬ – ক্যামেরা ব্যবহার করার ডিভাইজ ম্যানেজার আনইনস্টল করতে হবে। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হলে নিজেদের কম্পিউটার আবার রিস্টার্ট করতে হবে।
স্টেপ ৭ – ড্রাইভার আপডেটেড টুল ব্যবহার করতে হবে। এর ফলে আউটডেটেড ড্রাইভার রয়েছে কি না সেটি চেক করা যাবে। এক্ষেত্রে ড্রাইভার মিসিং থাকলে সেটি ইনস্টল করা যাবে।
স্টেপ ৮ – ওয়েবক্যাম সফটওয়্যার আপ টু ডেট রয়েছে কি না সেটা চেক করতে হবে। না করা থাকলে সবার আগে সেটি আপডেট করতে হবে।
আরও পড়ুন – বাড়বে কথোপকথনের মজা; সবার জন্যই হোক বা বিশেষ কেউ, জেনে নিন WhatsApp চ্যাটের ব্যাকগ্রাউন্ড বদলের উপায়!
স্টেপ ৯ – উইন্ডোজ আপ টু ডেট রয়েছে কি না সেটা চেক করতে হবে। উইন্ডোজ আপডেট না থাকলে সেটি করার পর অনেক সময়েই মাইক্রোসফট বিভিন্ন ধরনের ওয়েবক্যামের সমস্যার সমাধান করে দেয়।
স্টেপ ১০ – একটি ওয়েবক্যাম অন্য কম্পিউটারে ব্যবহার করা হলে সেটি আর আগের সিস্টেমে না চলতে পারে। এক্ষেত্রে সেটির কর্ড ভালো করে লাগিয়ে দেখা যেতে পারে।
Follow us on
Download News18 App
Check Also
নেতানিয়াহুকে হত্যার উদ্দেশ্যে ইসরায়েলিকে নিয়োগ ইরানের
Asia Monitor18 এক ইসরায়েলই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে যাকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ ইসরায়েলই …