ইদে প্রথা বজায় রাখলেন পরীমনি, ৫টি গরুর কোরবানি বাংলাদেশের এই জনপ্রিয় নায়িকার

আজ, শনিবার ইদ-উল-আদাহ ৷ বিশ্বজুড়ে পালিত হচ্ছে ইদ-উল-আদাহ বা বখরি ইদ ৷ এই উৎসবের আরেক নাম কোরবানি ইদও ৷ আজকের দিনে কিছু না কিছু ঈশ্বরকে উৎসর্গ বা কোরবান করতে হয় ৷ File Photo
ইদ-উল-আদাহর ত্যাগের উৎসবে সামিল গোটা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষ ৷ যদিও এ বছর করোনার জন্য কোথাও সেভাবে জমায়েত করা সম্ভব হচ্ছে না ৷ অনেক সতর্কতার সঙ্গেই ইদ পালন করা হচ্ছে ৷ Photo Courtesy: Pori Moni/Facebook Page
গত কয়েক বছরের মতো এবারও বিএফডিসিতে সহশিল্পীদের জন্য পাঁচটি গরু কোরবানি দিচ্ছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। File Photo
২০১৬-তে প্রথমবার বিএফডিসিতে কোরবানি শুরু করেন পরীমনি ৷ তারপর থেকেই প্রতি বছরই তা চালিয়ে যাচ্ছেন তিনি ৷ প্রতি বছর কোরবানির জন্য গরুর সংখ্যাও বাড়িয়েছেন পরীমনি ৷ গত বছর ছিল চারটি গরু ৷ এ বছর সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে পাঁচে ৷ Photo Courtesy: Pori Moni/Facebook Page
কোরবানি প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, ‘‘সবার কাছে দোয়া চাই, যাতে কোরবানি দেওয়ার কাজটা প্রতি বছর এভাবেই বজায় রাখতে পারি ৷’’ File Photo
আজ, শনিবার ইদ-উল-আদাহ ৷ বিশ্বজুড়ে পালিত হচ্ছে ইদ-উল-আদাহ বা বখরি ইদ ৷ এই উৎসবের আরেক নাম কোরবানি ইদও ৷ আজকের দিনে কিছু না কিছু ঈশ্বরকে উৎসর্গ বা কোরবান করতে হয় ৷ File Photo
ইদ-উল-আদাহর ত্যাগের উৎসবে সামিল গোটা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষ ৷ যদিও এ বছর করোনার জন্য কোথাও সেভাবে জমায়েত করা সম্ভব হচ্ছে না ৷ অনেক সতর্কতার সঙ্গেই ইদ পালন করা হচ্ছে ৷ Photo Courtesy: Pori Moni/Facebook Page
গত কয়েক বছরের মতো এবারও বিএফডিসিতে সহশিল্পীদের জন্য পাঁচটি গরু কোরবানি দিচ্ছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। File Photo
২০১৬-তে প্রথমবার বিএফডিসিতে কোরবানি শুরু করেন পরীমনি ৷ তারপর থেকেই প্রতি বছরই তা চালিয়ে যাচ্ছেন তিনি ৷ প্রতি বছর কোরবানির জন্য গরুর সংখ্যাও বাড়িয়েছেন পরীমনি ৷ গত বছর ছিল চারটি গরু ৷ এ বছর সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে পাঁচে ৷ Photo Courtesy: Pori Moni/Facebook Page
কোরবানি প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, ‘‘সবার কাছে দোয়া চাই, যাতে কোরবানি দেওয়ার কাজটা প্রতি বছর এভাবেই বজায় রাখতে পারি ৷’’ File Photo
Follow us on
Download News18 App

source

About AM Desk

Check Also

 নেতানিয়াহুকে হত্যার উদ্দেশ্যে ইসরায়েলিকে নিয়োগ ইরানের

Asia Monitor18 এক ইসরায়েলই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে যাকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ ইসরায়েলই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!