Asia Monitor18 আফ্রিকার দেশ বতসোয়ানায় একটি হীরার সন্ধান পাওয়া গেছে। বতসোয়ানার খনিতে পাওয়া হীরাটি ২ হাজার ৪৯২ ক্যারেটের। এই হীরাটি বতসোয়ানার রাজধানী গ্যাবোরোনের প্রায় ৫০০ কিলোমিটার উত্তরে অবস্থিত কারোই খনি থেকে পাওয়া গেছে। এটি বিভিন্ন হীরার মধ্যে পাওয়া দ্বিতীয় বৃহত্তম হীরা। এই হীরাটি পাওয়া গেছে বতসোয়ানায় কানাডিয়ান প্রতিষ্ঠান লুকারা ডায়মন্ডের মালিকানাধীন একটি খনি থেকে।
দেশটির সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এটি তাদের আবিষ্কৃত সবচেয়ে বড় হীরা। এর আগে তাদের সবচেয়ে বড় আবিষ্কার ছিল ২০১৯ সালে একই খনিতে পাওয়া ১ হাজার ৭৫৮ ক্যারেটের একটি পাথর। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরিসংখ্যান অনুসারে, বতসোয়ানা বিশ্বের বৃহত্তম হীরা উৎপাদনকারী দেশগুলির মধ্যে অন্যতম একটি দেশ। দেশটির আয়ের প্রধান উৎস হল হীরা উৎপাদন। দেশটির জিডিপির প্রায় ৩০ শতাংশ আসে হীরা থেকে। এছাড়াও খনি থেকে প্রাপ্ত ৮০ শতাংশ হীরা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়।
এর আগে বিশ্বের সবচেয়ে বড় হীরাটি পাওয়া যায় ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায়। যেটি ছিল ৩ হাজার ১০৬ ক্যারেট বিশিষ্ট। কুলিনান হীরাটি নয়টি অংশে ভাগ ছিল যার অধকাংশ ব্রিটিশ ক্রাউন জুয়েলসে।
এই অসাধারণ ২ হাজার ৪৯২ ক্যারেট হীরা খুঁজে পেয়ে আনন্দিত বলে প্রকাশ করেছে হীরা কোম্পানিটির প্রধান উইলিয়াম ল্যাম্ব। হীরাটির রত্নগুণ এবং এর মূল্য সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি লুকারা ডায়মন্ডএর পক্ষ থেকে। হীরাটি শনাক্তের জন্য এক্স- রে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। হীরা ভাঙন ও নষ্টের হাত থেকে রক্ষার জন্য ২০১৭ সাল থেকে এই প্রযুক্তি ব্যবহার করছে প্রতিষ্ঠানটি।