ভয়াবহ দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়ার উত্তরের অঞ্চল।

Asia Monitor18 মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাজধানী স্যাক্রামেন্ত থেকে প্রায় ১৪৪ কিলোমিটার উত্তরে বাড়তে থাকা দাবানল ২৪ ঘণ্টার মধ্যে দ্বিগুণেরও বেশি এলাকা গ্রাস করেছে।প্রতি ঘণ্টায় প্রায় ৮ বর্গ মাইল এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে দাবানলের আগুন।একটি পার্ক থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। পরে তা মুহূর্তের মধ্যেই প্রায় ৩ লাখ ৪৮ হাজার একরের বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে। এই দুর্ঘটনায় ৪২ বছরের এক ব্যক্তিকে অভিযুক্ত করে গ্রেপ্তার করেছে পুলিশ।  স্থানীয় কর্মকর্তা সূত্রে খবর, ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলের গ্রাম চিকোর সংকীর্ণ একটি নালায় ওই ব্যক্তি একটি জ্বলন্ত গাড়ি ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপর ওই গাড়ির আগুন থেকে দাবানলের সূত্রপাত হয়।সেখান থেকে মূলত বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হচ্ছে ঘরবাড়ি সহ মানুষের জায়গা- জমি।  

 আগুন  নিয়ন্ত্রণে না আনতে পারলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তা বিলি সির তরফ থেকে জানানো হয়েছে, দাবানলের তীব্রতা এতই বেশি যে তা প্রতি ঘণ্টায় প্রায় ৫ হাজার একর জমি গ্রাস করছে। এই ভয়াবহ বিপর্যয় মোকাবিলা করতে ক্রমান্বয়ে দমকল কর্মী বাড়ানো হয়েছে। অগ্নিনির্বাপক এজেন্সি ক্যাল ফায়ার জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে দুই হাজারের বেশি ফায়ার সার্ভিস কর্মী কাজ করছে।

এই ঘটনার ফলে  প্রায় ৪ হাজার মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয়েছে। হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেনকে এই দাবানলের ঘটনাটি সম্পর্কে জানানো হয়েছে এবং তিনি দাবানল নিয়ন্ত্রণে সম্ভাব্য সবকিছু করার জন্য তার প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন।

জানানো হচ্ছে, চলতি বছরে এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ দাবানলের সম্মুখীন হয়েছে ক্যালিফোর্নিয়ার ওই অঞ্চলটি।

About Ritu Saha

Check Also

বাইডেনকে রূপোর তৈরি ট্রেনের মডেল উপহার দিলেন মোদী

Asia Monitor18 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয় বার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ফের একবার আমেরিকা সফরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!