বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে অনুপস্থিত বিরাট কোহলি

Asia Monitor18 T-20 বিশ্বকাপ শুরু হবে ২য় জুন থেকে। ১লা জুন শনিবার নিউইয়র্কের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে  ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু করবে এই বিশ্বকাপ।এজন্য ভারতীয় ক্রিকেটারদের নানা প্রশিক্ষণ এবং প্রস্তুতির মধ্যে ব্যস্ত দেখা গেছে। আইসিসি জানিয়েছেন,T-20 বিশ্বকাপের অংশগ্রহণে ২০ টি দলের মধ্যে ১৭ টি দল এই প্রস্তুতি ম্যাচ খেলতে পারবে। কিন্তু গত T-20  বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড, এবং রানার-আপ পাকিস্তান ও এছাড়াও নিউজিল্যান্ড যা ছিল সেমি-ফাইনালিস্ট কোন প্রস্তুতি ম্যাচে অংশগ্রহণ করতে পারবে না কারণ ২২মে থেকে শুরু হতে চলেছে ইংল্যান্ড VS পাকিস্তান চার ম্যাচের T-20 সিরিজ।

আইপিল ফাইনালের পরেই সব খেলোয়াড়রা আমেরিকায়ে যাওয়ার জন্য বেরন। রোহিত শর্মাকে সেখানে প্র্যাকটিস করতে দেখা যায়ে।  অন্যদিকে আবার বিরাট কোহলই একমাত্র সেই T-20 খেলোয়াড় যিনি এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছনই। বাকি আরও ১৮ জন ক্রিকেটার চার রিসার্ভ সহ খেলার জন্য উপস্থিত হন আমেরিকাতে। কোহলিকে নিয়ে নানা জল্পনা করা হচ্ছে। কেউ বলছেন কোহলি হয়তো এই ম্যাচ খেলবে না আবার কেউ বলছেন কোহলির হয়তো বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচ খেলবে না প্রভৃতি। কিন্তু এবার এই সব জল্পনার অবসান অবশেষে যানা গেছে কোহলি ৩০শে মে আমেরিকা যাওয়ার জন্য বেরোবেন এবং ৩১শে মে তিনি তার দলের সঙ্গে যুক্ত হবেন তারপর ১মে ভারতের হয়ে ওয়ার্ম আপ ম্যাচে খেলবেন।

ভারতের  বিশ্বকাপের প্রথম ম্যাচ ৫ই জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে। তাদের পরের ম্যাচ ৯ই জুন পাকিস্তানের বিরুদ্ধে এবং বাকি দুটি ১২ই জুন আমেরিকা এবং ১৫ই জুন কানাডার বিরুদ্ধে।

About Ritu Saha

Check Also

ভারতের পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘ সময় পর পাকিস্তান সফরে যাচ্ছেন

Asia Monitor18 পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের কোনো মন্ত্রী শেষবার ২০১৫ সালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!