Asia Monitor18 ব্যাপক অনিয়ম, কারছুপি, ও রক্তাক্ত সহিংসতার মধ্যে দিয়ে শেষ হল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচন। তবে ভেনেজুয়েলার বিতর্কিত এই প্রেসিডেন্ট নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র নিকোলা মাদুরোর জয় প্রত্যাখ্যান করে বিরোধী প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়াকে বিজয়ী হিসেবে স্বীকৃতি দিয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র এই স্বীকৃতি দেয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতির মাধ্যমে জানান, প্রয়োজনীয় তথ্য- প্রমাণের ভিত্তিতে যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলার জনগণের কাছে এটি স্পষ্ট যে ২৮ জুলাইয়ের প্রেসিডেন্ট নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া বিজয়ী হয়েছেন।
২০১৩ সালে ভেনেজুয়েলার ক্ষমতায় আসেন মাদুরো। দেশটির নির্বাচনী সংস্থা জানিয়েছেন, মাদুরো এবারে ৫১ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তবে বিরোধীরা বলেছে, ৯০ শতাংশ ভোট পর্যালোচনা করে দেখা গেছে, মাদুরোর চেয়ে দ্বিগুণ বেশি ভোট পেয়েছেন গঞ্জালেজ। তিনি নির্বাচন-পূর্ব নিরপেক্ষ জরিপেও মাদুরোর চেয়ে এগিয়ে ছিলেন।
মাদুরোকে জয়ী ঘোষণা করার পর প্রকাশিত ফলাফলকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল ভেনেজুয়েলা। বিরোধী দলীয় নেতা মারিয়া কারিনা মাচাদো দেশজুড়ে গণবিক্ষোভের ডাক দিয়েছেন। শুক্রবার ঘোষণা করা হয় শনিবার প্রতিটি শহরে বিক্ষোভ কর্মসূচি হবে। বিরোধীদলীয় নেতা মাচাদো জানান চলমান বিক্ষোভে এ অন্তত ২০ জন নিহত হয়েছেন।
মার্কিন যুক্তরাষ্ট্র গজালেঞ্জকে স্বীকৃতি দিলেও কোন পরিবর্তন আসবে মনে হয় না ভেনেজুয়েলার রাজনীতিতে। বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বিরোধীদের আন্দোলনকে চক্রান্ত অভিহিত করে রুখে দেওয়ার ঘোষণা দিয়েছেন।