Asia Monitor18 হংকংয়ে গণতন্ত্রপন্থি একটি পত্রিকার নেতৃত্ব দিয়ে দেশদ্রোহের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন চুং পুই কুয়েন ও প্যাট্রিক ল্যাম নামক দুই সাংবাদিক। চুং ও ল্যাম এর বয়স ৫৪ এবং ৩৬ বছর। এই দুই সাংবাদিক হংকংয়ে বর্তমানে বন্ধ থাকা স্ট্যান্ড নিউজের সম্পাদক ছিলেন।
১৯৯৭ সালে হংকং ব্রিটেন থেকে চীনের হাতে হস্তান্তর হওয়ার পর এটিই প্রথম রাষ্ট্রদোহ মামলা কোন সাংবাদিকের বিরুদ্ধে। রাষ্ট্রদোহ মূলক প্রবন্ধ প্রকাশের অভিযোগে এই দুই সাংবাদিককে দোষী সাব্যস্ত করেছে আদালত। মানবাধিকার গোষ্ঠীগুলি আদালতের রায়ের নিন্দা জানিয়েছে। স্ট্যান্ড নিউজের মূল সংস্থা বেস্ট পেনসিল লিমিটেডের বিরুদ্ধে ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ১৭ টি সংবাদ প্রবন্ধ ও মন্তব্য প্রকাশের ষড়যন্ত্রে রাষ্ট্রদ্রোহ মূলক অভিযোগ আনা হয়েছিল।
সেখানে চুং ও ল্যাম দুজনেই নিজেকে নির্দোষ বলে দাবি করেন। বৃহস্পতিবার কেবলমাত্র চুং আদালতে উপস্থিত ছিলেন। আদালতে যে প্রবন্ধগুলোকে রাষ্ট্রদোহ মূলক বলে গণ্য করা হয়েছে তার অধিকাংশই চুং সম্পাদনা করেছিলেন। আদালতের মতানুসারে, যেগুলোকে রাষ্ট্রদোহ মূলক বলে গণ্য করা হয়েছে তার মধ্যে নির্বাসিত অ্যাক্টিভিসট,নাথাল ল এবং সানি চিয়ুং, অভিজ্ঞ সাংবাদিক অ্যালান আউ এবং চুঙের স্ত্রী চ্যান পুই ম্যানের লেখা।
৫৭ দিনের বিচারকালে, সরকারি প্রসিকিউটার লরা এনজি বলেছেন, স্ট্যান্ড নিউজ একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করত যা অবৈধ মতাদর্শ প্রচার করত।
২৬ সেপ্টেম্বর রায় ঘোষণা করা হবে। এই রায়ের উপর ভিত্তি করে তাদের দুই বছরের কারাদণ্ড হতে পারে।