Asia Monitor18 আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটার করিম খান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ত এবং হামাসের তিন নেতা যথাক্রমে হানিয়েহ,সিনওয়ার,দাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছেন। এই আবেদন মানতে নিষিদ্ধ করছে মার্কিন যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন এই আবেদনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির জন্য যদি রিপাবলিকানদের সাথে কাজ করতে হয় তবে আমি রাজি। মার্কিন প্রেসিডেন্টের মতে, এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে যুদ্ধবন্দি ও পনবন্দিদের মুক্তি নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তিতে পৌঁছানো কঠিন হবে। তাই তিনি বলেছেন করিম খানের এই সিদ্ধান্ত ভুল। ইসরায়েল ও হামাসের তুলনা হয় না।
জার্মানি মনে করেন হামাস ৭ই অক্টোবর ইসরায়েলে ঢুকে হামলা করেছে,তাই তাদের গ্রেপ্তারি পরোয়ানা জারি করাটা স্বাভাবিক। ইসরায়েলের নিজেকে রক্ষার অধিকার আছে। জার্মানি এও মনে করেন যে ইসরায়েল একটি গণতান্ত্রিক দেশ যার স্বাধীন বিচারব্যবস্থা আছে।
৭ই অক্টোবর হামাস ইসরায়েলকে যেভাবে আক্রমণ করেছে তার তীব্র বিরোধিতা করেছে ফ্রান্স। আবার ইসরায়েলকে বলেছে আন্তর্জাতিক মানবাধিকার আইন মানা উচিত।
ইতালির মতে ও হামাস ও ইসরায়েলের তুলনা অবাস্তব।