Asia Monitor18 বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে গত বুধবার। ইরানে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া নিহত হওয়ায় মধ্যপ্রাচ্যের সংকট তীব্র আকার ধারণ করেছে। সম্ভবত এই কারণেই বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ফিউচার মার্কেটে গতকাল ১ শতাংশ বা ৭৮ সেন্ট বেড়ে এর মূল্য প্রতি ব্যারেলে ৮১ ডলার ৬২ সেন্ট এ এসে দাঁড়িয়েছে। একই হারে দাম বেড়েছে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দামও। প্রতি ব্যারেলে ৭৯ সেন্ট দাম বেড়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ৭৮ ডলার ৭০ সেন্ট পর্যন্ত দাম উঠেছে। এর আগে গত মঙ্গলবার তেলের দাম সাত সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায় নেমে যায়। সামগ্রিক ভাবে তেলের বাজার ওঠানামা করছে।
যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষ জ্বালানি তেল ব্যবহারকারী। সম্প্রতি জ্বালানি তেল নিয়ে প্রকাশ হওয়া মার্কিন তথ্যও তেলের দাম বাড়িয়ে দেওয়া হতে পারে। এছাড়া মার্কিন ডলারের দাম কমে যাওয়ার ঘটনাটি তেলের দাম বাড়ার পিছনে ভূমিকা রাখে।
যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্যমতে, রফতানি চাহিদা বাড়ায় ২৬ জুলাই শেষ হওয়া সপ্তাহে দেশটির অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ প্রায় ৩৪ লাখ ব্যারেল কমে গেছে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি ২০২৪ সালে তেলের চাহিদার পূর্বাভাস হ্রাস করেছে। দৈনিক ১ লাখ ৪০ হাজার ব্যারেল তেলের পূর্বাভাস কমিয়ে দৈনিক পূর্বাভাস ১১ লাখ ব্যারেলে কমিয়ে এনেছে। কারণ হিসেবে তারা উল্লেখ করেছে ওইসিডি ভুক্ত ধনী দেশগুলোর চাহিদা কমেছে।
অন্যদিকে, কানাডার তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তার জেরেও বিশ্ববাজারে আজ তেলের দাম বেড়েছে। কানাডার তেলশিল্পের কেন্দ্র ফোর্ট ম্যাকমুরের দিকে দাবানল ধেয়ে আসছে, যেখানে দৈনিক ৩৩ লাখ ব্যারেল তেল বা দেশটির মোট চাহিদার দুই-তৃতীয়াংশ তেল উৎপাদিত হয়। এ অনিশ্চয়তা যত দিন থাকবে, তত দিন তেলের বাজারে কিছুটা চাপ থাকবে।