দীর্ঘ প্রতীক্ষার অবসান, বাস্তুচ্যুত সিরিয়ার নাগরিকদের ঘরে ফেরার স্বপ্ন সত্যি হতে চলেছে

১৩ বছর বা এক যুগেরও বেশি সময় আগে শুরু হওয়া সিরিয়ান গৃহযুদ্ধ প্রায় অবসানের পথে। গৃহযুদ্ধের কারণে সিরিয়ানবাসীরা লেবাননে আশ্রয় নেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সিরিয়ানবাসীরা লেবানন থেকে নিজেদের জন্মভূমিতে ফিরছে।

২০১১ সালে সিরিয়ান গৃহযুদ্ধ ছড়িয়ে পরার ফলে প্রাণ বাঁচাতে সিরিয়ানবাসী প্রতিবেশী দেশ লেবাননে গিয়ে আশ্রয় নেন। প্রায় ৮ লক্ষ মানুষ লেবাননে আশ্রয় নেয়। ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে থাকার সত্ত্বেও লেবানন শরণার্থীদের আশ্রয় দেয়।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলি বলেছে যে সিরিয়ানবাসীদের লেবানন থেকে সিরিয়াতে ফিরিয়ে নিয়ে যাওয়ার এই প্রত্যাবর প্রত্যাবাসন প্রক্রিয়া স্বেচ্ছায় সম্পন্ন হচ্ছে। সিরিয়ানবাসীদের প্রাণঘাতীর সম্ভাবনা নেই সেই শতভাগ নিশ্চয়তায় দিয়েছে সিরিয়ান সরকার। ইতিমধ্যেই শরণার্থীবাহি ট্রাক সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। ৩৩০ টি পরিবারকে সিরিয়া ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

সিরিয়ানবাসী যারা দেশে ফিরছে তাদের নাম আবাসস্থল সমস্তটাই তালিকা বদ্ধ করা হয়েছে তাদের যা যা সাহায্যের প্রয়োজন সিরিয়ান সরকার তা পুরোটাই মেটাবে বলে আশ্বাস দিয়েছে এবং মেডিকেল ক্যাম্পেরও ব্যবস্থা করা হয়েছে।

যদিও এখনও পুরোপুরি ভাবে সেই গৃহযুদ্ধের অবসান না হলেও তা স্থিতিশীল অবস্থায় রয়েছে এমনও অনেক পরিবার রয়েছে যাদের সব সদস্য সিরিয়াতে ফিরতে নারাজ। তবে সিংহভাগ মানুষই নিজের দেশে ফেরা নিয়ে আনন্দিত এবং উচ্ছ্বাসিত।

সিরিয়ানরা যারা নিজের দেশে ফিরতে চান তাদের মতে তেরো বছর তারা অপেক্ষা করেছে গৃহযুদ্ধ বন্ধের জন্য। তারা অপেক্ষা করছে পরবর্তী প্রত্যাবাসনের জন্য এবং তারা চায় যে এই প্রক্রিয়া যেন বন্ধ না হয় তা নজর রাখতে হবে সরকারকে।

About Tuhina Porel

Check Also

 নেতানিয়াহুকে হত্যার উদ্দেশ্যে ইসরায়েলিকে নিয়োগ ইরানের

Asia Monitor18 এক ইসরায়েলই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে যাকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ ইসরায়েলই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!