Asia Monitor18 মায়ানমারে অভ্যন্তরীণ সংঘাতের কারণে রোহিঙ্গা প্রত্যাবাসনে দেরি হচ্ছে এটা ঠিক হলেও এই সংঘাত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে দেরির অজুহাত বলে চিহ্নিত করা যায় না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডঃ হাছান মাহমুদ। কারণ তার মতে মায়ানমারে সমসময়ই গণ্ডগোল ছিল। গত ৭০-৮০ বছরের ইতিহাস পরীক্ষা করলে দেখা যাবে মায়ানমার কখনই গণ্ডগোল মুক্ত ছিল না।
তিনি এও বলেন, মায়ানমার থেকে যেসব রোহিঙ্গাদের বিতাড়িত করা হয়েছিল যারা মায়ানমারের নাগরিক শত বছর ধরে তারা বাইরে আছে তাদের গত ৭বছরে ফেরত নেওয়ার কথা বলেননি। উপরন্ত মায়ানমারের রাখাইন রাজ্যের অভ্যন্তরীণ সংঘাতের কারণে আরও সদস্য এই দেশে পালিয়ে এসেছে। মায়ানমারের সাথে আলোচনা করে সদস্য ফেরত পাঠানোর পরেও আরও ১৩৮ জন নতুন করে বাংলাদেশে পালিয়ে এসেছে।
রোহিঙ্গাদের এখানে আশ্রয় দেওয়ার ফলে নানা পরিবেশগত সমস্যা, আইন সমস্যা এছাড়া তারা বিভিন্ন মাদক পাচার এবং সন্ত্রাসী কাজের সাথে যুক্ত হচ্ছে। হাছাদ মাহুমদ বলেন,আমারা রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য দেশের সাথে আলোচনা করছি যাতে তারা তাদের সম্পূর্ণ অধিকার ফেরত পায়ে।