কিমকে ঘোড়া পাঠালেন পুতিন

Asia Monitor18 রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ২৪ টি ঘোড়া পাঠিয়েছেন। এই ঘোড়াগুলিকে শহর খাসান দিয়ে দুটি রেলগাড়িতে করে উত্তর কোরিয়ার পথে পাঠানো হয়েছে। কিম জং উন ঘোড়া চালাতে পছন্দ করেন। এই ঘোড়াগুলির মধ্যে ১৯ টি স্ত্যালিয়ন জাতের এবং পাঁচটি অরলভ ট্রটার জাতের। এগুলো কিমের প্রিয় ঘোড়া।

দক্ষিণ কোরিয়ার স্থানীয় গণমাধ্যমগুলো বলেছে, পুতিনের দেওয়া ঘোড়াগুলো আসলে উপহার নয়। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর রাশিয়াকে কামানের গোলা দিয়ে উত্তর কোরিয়া সাহায্য করেছিল। তাই বিনিময় পুতিন কিমকে ঘোড়া দিয়েছে।

গতবছরে আগস্টে কিম পুতিনকে দুটি উন্নত জাতের পুংসান কুকুর উপহার উপহার দিয়েছিলেন। বিনিময় পুতিন কিমকে ৪৪৭ টি ছাগল উপহার দিয়েছিলেন। ২০২২ সালে অরলভ ট্রটার জাতের ৩০ টি ঘোড়া পিয়ং ইয়ংয়ে পাঠানো হয়েছিল। অরলভ ট্রটার রাশিয়ার সর্বাধিক উদযাপিত জাতের ঘোড়া। এরা গতি, শক্তি, ও ধৈর্যের জন্য পরিচিত। ১৯ শতকের অভিজাতরা এসব ঘোড়া বেশি ব্যবহার করতেন।

২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে রাশিয়া থেকে ঘোড়া আমদানি করতে দেশটির কমপক্ষে ৬ লাখ ডলার ব্যয় করেছে। কিমকে তার দেশের মিরিম হর্স রাইডিং ক্লাবের জাদুঘরে ৩৮৬ বার অশ্বারোহণ করতে দেখা গেছে।  

কিম বলেছেন, যুদ্ধে এখন আর ঘোড়ার দরকার পড়ে না কিন্তু সামরিক বাহিনীর শক্তিমত্তা প্রকাশ করতে ঘোড়া খুবই গুরুত্বপূর্ণ প্রতীক।

About Ritu Saha

Check Also

ভারতের পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘ সময় পর পাকিস্তান সফরে যাচ্ছেন

Asia Monitor18 পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের কোনো মন্ত্রী শেষবার ২০১৫ সালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!