Asia Monitor18 মন্টেরের ম্যান ওয়াহ ফার্নিচার ফ্যাক্টরি থেকে তৈরি অধিকাংশ বিলাসবহুল ও আরামদায়ক সব চামড়ার সোফা, ‘মেড ইন মেক্সিকো যাদের গন্তব্যস্থল যুক্তরাষ্ট্রের ওয়ালমার্ট ও কস্টকোর মত বড় বড় সব বিপণিতে। এই কোম্পানিটি চিনের মালিকানাধীন। ম্যান ওয়াহ একটি চিনা কোম্পানি যারা সাম্প্রতিক বছরগুলোতে উত্তর মেক্সিকোর ইন্ডাস্ট্রিয়াল পার্কে এসে অবস্থান নিয়েছে। এর কারণ যুক্তরাষ্ট্রের বাজারের কাছাকাছি এসে পণ্য উৎপাদন করা। এতে পরিবহন খরচ কমে যায়ে।
নিয়ারশোরিং মেক্সিকান অর্থনীতিতে দারুণ ভূমিকা রাখছে।আগের বছরের তুলনায়ে গত বছরের জুন পর্যন্ত মেক্সিকোর রপ্তানি ৫.৮ শতাংশ বেড়ে যায়ে। এ বছরের প্রথম দুই মাসেই মেক্সিকোতে যে পরিমাণ পুঁজি বিনিয়োগের ঘোষণা এসেছে তা ২০২০ সালের মোট বিনিয়োগের প্রায় অর্ধেকের সমান।
ম্যান ওয়াহ ফ্যাক্টরির অবস্থান মন্টেরের বাইরে চাইনিজ-মেক্সিকান ইন্ডাস্ট্রিয়াল পার্ক হফুসানে।এখানে প্লটের চাহিদা আকাশ ছুঁয়েছে। মেক্সিকো যুক্তরাষ্ট্রের বদলে চিনকে প্রধান বাণিজ্যিক অংশীদার বানিয়েছে যা খুবই গুরুত্বপূর্ণ।
যেভাবে চীনা বিনিয়োগ আসছে তাতে অনেকেই মেক্সিকোকে সতর্ক হতে বলেছেন। কারণ ভূরাজনৈতিকভাবে এতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েনের মাঝে পড়ে যেতে পারে মেক্সিকো।এনরিক দুসেল বলেন, “এই উত্তেজনার মাঝেও মেক্সিকো যেন চীনের জন্য একটা বিজ্ঞাপন দিচ্ছে ‘ওয়েলকাম টু মেক্সিকো। এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এর পরিণতিটা যে ভালো হবে না।