তুরস্কে বন্ধ জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রাম   

Asia Monitor18 সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রাম  নিষিদ্ধ করেছে তুরস্কের সরকার। নিষিদ্ধ করার কারণ হিসেবে দেশটির তথ্য যোগাযোগ মন্ত্রী ফাহরেত্তিন আলতুন এক বিবৃতিতে জানান ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের শীর্ষ নেতা ও রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার নিহত হওয়ার সংবাদ এবং এই ঘটনায় যারা সান্ত্বনা জানিয়েছেন তাদের পোস্ট ‘সেন্সর’ করায়  এই ঘোষণা করা হয়। হানিয়ার মৃত্যুতে শোক জানিয়ে যারা পোস্ট দিতে চাইছেন তারা পোস্ট দিতে পারছেন না বলে অভিযোগ করা হয়েছে। আর এমনটা ঘটেছে সেন্সরশিপের কারণে।

ইন্সটাগ্রামের প্রতি নিন্দা জানিয়ে আলতুন আরও বলেন যে ইসমাইল হানিয়ার নিহতের ঘটনা সংক্রান্ত কোন সংবাদ ইন্সটাগ্রামে নেই। এছাড়াও তিনি বলেন যে প্রতিষ্ঠান মানুষের মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করে আমরা তাদের প্রতি কঠোর নিন্দা জানাই।

ইন্সটাগ্রাম হল তুরস্কের যোগাযোগ মাধ্যমগুলির মধ্যেসবচেয়ে জনপ্রিয়। দেশটির পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী দেশের মোট ৮ লাখ ৩০ হাজার জনসংখ্যার মধ্যে ৫ লাখ ৮০ হাজার মানুষ ইন্সটাগ্রাম ব্যবহার করে।

অনির্দিষ্টকালের জন্য ইন্সটাগ্রাম বন্ধ করা হয়েছে তুরস্কে। তুরস্কে যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার ঘটনাটি এবারেই প্রথম নয়। এর আগে ২০১৪ সালে দুই সপ্তাহের জন্য এক্স(সাবেক টুইটর) এবং দুই মাসের জন্য ইউটিউব বন্ধ করা হয়েছিল দেশটিতে। আবার ২০১৭-২০২০ সাল পর্যন্ত অর্থাৎ তিন বছর উইকিপিডিয়া বন্ধ ছিল।

About Ritu Saha

Check Also

 নেতানিয়াহুকে হত্যার উদ্দেশ্যে ইসরায়েলিকে নিয়োগ ইরানের

Asia Monitor18 এক ইসরায়েলই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে যাকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ ইসরায়েলই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!