চট্টগ্রামে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ১

YAK 130 নামে এক বাংলাদেশী বিমান বাহিনীর প্রশিক্ষণে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি দুর্ঘটনায় পতিত হয়। বিমানে থাকা দুজন পাইলটকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন নিহত হয়েছেন। অপরজন গুরুতরভাবে আহত এবং বৈমানিক চিকিৎসাধীন। বৃহস্পতিবার দুপুর ১২ টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ পতেঙ্গার বানৌজা ইসা খাঁ হাসপাতালে (নেভি হাসপাতাল) অসীম জাওয়াদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান । চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার বন্দর (শাকিলা সুলতানা) এই বিষয়ে নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলীম আহমেদ জানান, অবতরণের সময় বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান YAK 130 এয়ারফোর্স ট্রেনিং ফাইটার বিধ্বস্ত হয়েছে। জহুরুল হক ঘাঁটিতে প্রশিক্ষণ শেষে নামার সময় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সকাল ১০টা ৩০ মিনিটে বিমানের চাকার নিচের অংশে আগুন ধরে যায়। ওই যুদ্ধ বিমানে দুইজন পাইলট ছিলেন। দূর্ঘটনার সময় তারা প্যারাশুট দিয়ে নিচে নেমে আসেন। পাইলটরাও আহত হয়েছেন। ক্ষয়ক্ষতি বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি।

রাশিয়ার সমরাস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইরকুত করপোরেশনের তৈরি ইয়াক ১৩০ (Yak-130) যুদ্ধবিমানটি সাবসনিক দুই সিটের উন্নত জেট প্রশিক্ষণ এবং হালকা যুদ্ধবিমান। ১৯৯৬ সালে প্রথমবার যুদ্ধবিমানটি আকাশে উড্ডয়ন করে। এরপর ২০০২ সালে এটি রুশ সামরিক পাইলটদের প্রশিক্ষণের জন্য প্রধান আকাশযান হিসেবে নির্বাচন করা হয়। ২০১৫ সালে প্রথম বাংলাদেশে আসে এই যুদ্ধবিমান।

About Ipsita Mondal

Check Also

ভারতের পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘ সময় পর পাকিস্তান সফরে যাচ্ছেন

Asia Monitor18 পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের কোনো মন্ত্রী শেষবার ২০১৫ সালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!