Asia Monitor18 গাজায়ে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে গত কয়েকদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রে উত্তাল কর্মকাণ্ড চলছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী-অধ্যাপক সহ সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা বিক্ষোভ করছেন।মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কঠোর দমন- পীড়নের সিদ্ধান্ত নিলে পরিস্থিতি আরও খারাপ হয়ে পরে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে থেকে ক্রমে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছড়িয়ে পড়েছে ফিলিস্তিনিদের বিক্ষোভ।নিউইয়র্কে থাকা ব্রুকলিন জাদুঘরের আংশিক দখলে নিয়ে নিয়েছে ফিলিস্তিনি বিক্ষভকারিরা।এই বিক্ষভকারিরা ‘উইথইন আওয়ার লাইফটাইম’ নামক একটি সংগঠন থেকে এসেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, গত শুক্রবার ফিলিস্তিনি বিক্ষভকারিরা জাদুঘরের অধিকাংশ লবি দখল করে নিয়েছে। এই ঘটনায়ে হাতাহাতি হওয়ায়ে বেশ কিছু মানুষকে গ্রেপ্তার করে পুলিশ। রয়টারসের একজন সংবাদদাতা জানিয়েছেন, পুলিশ যাদের গ্রেপ্তার করেছে তাদের মধ্যে একজন জাদুঘরের বাইরে থাকা ভাস্কর্যে স্প্রে পেন্ট করছিলেন। তবে নিউইয়র্ক পুলিশ বিভাগের মুখপাত্র কতজন গ্রেপ্তার হয়েছে তার সঠিক সংখ্যা প্রকাশ করেনি। ব্রুকলিন আর্ট জাদুঘরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অসন্তোষের কারণে এক ঘণ্টা আগেই জাদুঘর বন্ধ করে দেওয়া হয়েছিল।
নিরাপত্তাকর্মীরা আটকানোর চেষ্টা করার সত্ত্বেও জাদুঘরের আংশিক দখলের পরেই বিক্ষোভকারিরা জাদুঘরের প্রধান প্রবেশপথে ফিলিস্তিনের ব্যানার টাঙিয়ে দেন এবং সেই ব্যানারে লেখা ছিল ‘ফিলিস্তিনি মুক্ত করো, গণহত্যা থেকে বিচ্ছিন্ন থাকো। ফিলিস্তিনি স্বাস্থ্য বিভাগ জানিয়েছে,‘গত ৭ই অক্টোবর থেকে গাজায়ে ইসরায়েলই হামলার ফলে ৩৬ হাজারের বেশি মানুষ মারা গেছে। তাদের বেশিরভাগই ছিল নারী ও শিশু।অন্যদিকে জাতিসংঘ বলেছে গাজায়ে নানা উপত্যকায়ে দুর্ভিক্ষের ফলে প্রায় ১০ লাখের বেশি মানুষ বিপর্যস্ত।
ফিলিস্তিনি সংগঠন জানিয়েছে, যে ইসরায়েলের সঙ্গে যেকোনো প্রকার বিনিয়োগ ও অর্থায়ন থেকে বিচ্ছিন্ন রাখতে এই জাদুঘর দখল করা হয়েছে।