Asia Monitor18 জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার সময় দুটি মানচিত্র দেখিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি মানচিত্রে সবুজ রঙ দিয়ে কিছু দেশকে ‘আশীর্বাদ’ এবং আরেকটি মানচিত্রে কিছু দেশকে ‘কালো রঙ’ দিয়ে ‘অভিশাপ’ বলে চিহ্নিত করা হয়েছে। ইরান, ইরাক, সিরিয়া ও ইয়েমেনকে নেতানিয়াহুর ডান হাতে থাকা মধ্যপ্রাচ্যের মানচিত্রে কালো রং দিয়ে চিহ্নিত করা হয়েছে। এবং এই দেশগুলোকে অভিশপ্ত বলে আখ্যা দেওয়া হয়েছে।
অন্যদিকে মিসর, সুদান, সৌদি আরব ও ভারতকে বাঁ হাতে থাকা মধ্যপ্রাচ্যের মানচিত্রে সবুজ রং দিয়ে চিহ্নিত করা হয়েছে। এই সমস্ত দেশকে আশীর্বাদ বলে আখ্যা দেওয়া হয়েছে। এই দুই মানচিত্রের মধ্যে সবচেয়ে স্পষ্ট ছিল ফিলিস্তিনের অনুপস্থিতি। দুটির মধ্যে একটিতেও ফিলিস্তিনের অস্তিত্বের কোনো উল্লেখ ছিল না।
নেতানিয়াহু বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জন্য ইরান ও এর মিত্ররা দায়ী। ইরানকে হুঁশিয়ারি দিয়ে নেতানিয়াহু এও বলেন, আপনারা যদি আমাদের আক্রমণ করেন, তাহলে আমরাও আপনাদের আক্রমণ করব।
নেতানিয়াহু ভাষণ দেওয়ার সময় কয়েক শ কূটনীতিক প্রতিবাদ জানিয়ে বাইরে চলে যান। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, বিশেষ করে লেবানন ও গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ইরানের আগ্রাসনের জবাব।