অবশেষে ৩ দিন ছুটির পর বাংলাদেশে বুধ ও বৃহস্পতিবার সরকারি ও বেসরকারি অফিস খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।এই দু দিন সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অফিস খোলা থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শিবলী সাদিক।
কারফিউ শিথিলের সময়ে আজ বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিভিন্ন অফিস খোলা থাকছে।গণপরিবহন না পাওয়ায় এবং যানজটের কারণে অফিসগামী যাত্রীরা বিপদে পড়েছেন।যানবাহন পেতে দেরি হওয়ায় এবং যানজটে পড়ে অনেকে সময়মতো কর্মস্থলে পৌঁছাতে পারছেন না।বেসরকারি প্রতিষ্ঠানের কর্মজীবীরা বাস, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, রিকশায় করে অফিসে গেছেন। ঢাকার বাইরে থেকেও লোকজনকে অফিস করতে আসতে দেখা গেছে।
মো. ইয়াকুব আলী মোল্লা রাজধানীর মতিঝিলে অবস্থিত একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে চাকরি করেন। কর্মস্থলে যাওয়ার পথে রাজধানীর সায়েদাবাদ এলাকায় তাঁর সঙ্গে প্রথম আলোর কথা হয়।
ইয়াকুব আলী বলে, গত বৃহস্পতিবার তিনি তাঁর গ্রামের বাড়ি রাজবাড়ীতে চলে গিয়েছিলেন। কারফিউ থাকায় তিনি আর ঢাকায় ফেরেননি। গতকাল জানতে পারেন, আজ অফিস খোলা। তাই আজ সকালে রাজবাড়ী থেকে ঢাকায় এসেছেন।
সকাল সাড়ে ১০টার দিকে সায়েদাবাদ এলাকায় দেখা যায়, সড়কে বাস, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা চলছে। লোকজন এসব যানবাহনে করে অফিসে যাচ্ছেন। বাসে যাত্রীদের গাদাগাদি করে যেতে দেখা যায়।