প্রথমবারের জন্য পরমাণু কর্মসূচির ছবি প্রকাশ্যে আনল উত্তর কোরিয়া

Asia Monitor18 উত্তর কোরিয়া একনায়ক শাসিত দেশ। উত্তর কোরিয়া প্রথমবারের মতো তাদের পারমাণবিক অস্ত্র তৈরির কাঁচামাল বা ইউরেনিয়াম সমৃদ্ধ করার ভেতরের ছবি দেখালেন গোটা বিশ্বকে। উত্তর কোরিয়ার নাম শুনলেই আমাদের চোখে এক গোপনীয়তার দৃশ্য ভেসে ওঠে। একটু কিছু ভুল হলেই সেখানে প্রশাসনিক কর্তা থেকে শুরু সাধারণ মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

শুক্রবার অস্ত্র তৈরির কারখানা পরিদর্শন করেন কিম। তিনি সেখানে কর্মরত মানুষের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন। কারখানাটিতে বিভিন্ন অস্ত্র সুসজ্জিত রয়েছে। ধাতব সেন্ত্রিফিউজের লম্বা সারির সামনে দাঁড়িয়ে রয়েছে কিম। এই যন্ত্র গুলির ব্যবহৃত হয় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজে।উত্তর কোরিয়ার পারমাণবিক কার্যক্রমের উপর জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপ করেছে। উত্তর কোরিয়া পশ্চিমি দেশগুলিকে আজীবনকাল তাচ্ছিল্য করে এসেছে। বিশেষ করে আমেরিকাকে। তিনি যে এই দেশগুলিকে গ্রাহ্য করেন না তার বার্তা দেওয়ার জন্যই মাঝে মাঝে ক্ষেপণাস্ত্রের বিবিধ পরীক্ষা করেন।

গত মঙ্গলবার কিম জানিয়েছিলেন, ‘আমরা দ্রুত পরমাণু অস্ত্রের সংখ্যা বাড়াতে চাই’। রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে এরূপ ঘোষণা। স্বৈরাচারী শাসক হিসেবে বেশ খারাপ নাম আছে কিমের। অনেকে অভিযোগ করেছেন সেখানে নাকি ইন্টারনেট পরিষেবাও রাষ্ট্রের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়।উত্তর কোরিয়ার কাছে কতগুলো পারমাণবিক অস্ত্র আছে তা না জানলেও এক হিসাবের মাধ্যমে এই সংখ্যা ৫০ টিতে দাঁড়িয়েছে। এছাড়াও আরও ৪০ টি উপাদান আছে অস্ত্র তৈরির জন্য।

অন্যদিকে আবার দক্ষিণ কোরিয়ার সরকার উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের জ্বালানি উৎপাদন বাড়ানোর পরিকল্পনার তীব্র নিন্দা করেছে।

About Ritu Saha

Check Also

ভারতের পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘ সময় পর পাকিস্তান সফরে যাচ্ছেন

Asia Monitor18 পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের কোনো মন্ত্রী শেষবার ২০১৫ সালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!