Asia Monitor18 লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। রোববার সারাদিন ভোট গ্রহণের পর সন্ধ্যায় শুরু হওয়া ভোট গণনার ফলাফল প্রকাশ করা হয় মধ্যরাত পার হওয়ার পর ২৯শে জুলাই সোমবার সকালে। নিকোলাস মাদুরো তৃতীয় মেয়াদের জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ৫১ শতাংশ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। দেশটির জাতীয় নির্বাচন কাউন্সিলের (সিএনই) প্রধান এলভিস আমোরোসো জানান, গণনা করা ৮০ শতাংশ ভোটের মধ্যে ৫১ দশমিক ২০ শতাংশ পেয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট মাদুরো। অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিরোধীদলীয় প্রার্থী এদমুন্দো গনসালেস পেয়েছেন ৪৪ দশমিক শূন্য ২ শতাংশ ভোট।
মাদুরোর দল সমাজতান্ত্রিক পিএসইউভি টানা ২৫ বছর ধরে ভেনেজুয়েলার ক্ষমতায় আছে। এর শুরুটা হয়েছিল প্রয়াত জনপ্রিয় প্রেসিডেন্ট উগো চ্যাভেজের মধ্য দিয়ে। টানা ১৪ বছর ক্ষমতায় থাকার পর ২০১৩ সালে ক্যান্সারে মারা যান চ্যাভেজ।মাদুরো চ্যাভেজের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। চ্যাভেজ মারা যাওয়ার পর টানা ১১ বছর ধরে ভেনেজুয়েলার ক্ষমতায় আছেন মাদুরো।
নির্বাচনের ঘোষিত ফলাফল নিয়ে ইতিমধ্যে ভেনেজুয়েলার বিরোধীদলগুলো অসন্তোষ প্রকাশ করে বলেছেন নির্বাচন কাউন্সিলের ঘোষণা মিথ্যে।
তারপরও মাদুরোই ক্ষমতায় থেকে যেতে সক্ষম হবেন এবং আরও ছয় বছর দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করবেন।
ফলাফল ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় মাদুরো বলেছেন, “শান্তি ও স্থিতিশীলতার জয় হয়েছে।”