Asia Monitor18 হেলিকপ্টার দুর্ঘটনার পর ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ানের কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তাদের খোঁজ পেতে দুর্গম পাহাড়ি এলাকায়ে তল্লাশি চালানো হচ্ছে। তবে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ ভাহিদি বলেছেন এই কাজে বেশ কিছুক্ষণ সময় লাগবে। তবে এই ঘটনায়ে ইব্রাহিম রাইসির মৃত্যু হয়েছে।
এই দুর্ঘটনায়ে তার মৃত্যুর পর নতুন প্রেসিডেন্টের নাম ঘোষণা করা হয়েছে। সংবিধান অনুযায়ী ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে থাকা মোহাম্মদ মখবের হলেন নতুন প্রেসিডেন্ট।এটি জানিয়েছেন দেশের সর্বচ্চ নেতা আলী খমেনি। এছাড়াও ৫ দিনের শোক ঘোষণা করা হয়েছে ইরানে।
সংবিধানের ১৩১ নম্বর ধারায় বলা হয়েছে, মৃত্যু, বরখাস্ত, পদত্যাগ কিংবা অসুস্থতা বা অন্য কোনো কারণে প্রেসিডেন্ট দুই মাসের বেশি অনুপস্থিত থাকলে অথবা প্রেসিডেন্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কোনো কারণে নতুন প্রেসিডেন্ট নির্বাচনে দেরি হলে সর্বোচ্চ নেতার অনুমোদনক্রম প্রথম ভাইস প্রেসিডেন্ট তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন।এরপর ৫০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে।
অর্থাৎ মোহাম্মদ মোখবের আগামী ৫০ দিনের জন্য প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। এরপর নির্বাচিত প্রেসিডেন্টের হাতে চলে যাবে রাষ্ট্রের দায়িত্বভার।