কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার অভিযোগে নতুন মামলাঃ চট্টগ্রামে

Asia Monitor18  চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও একটি নতুন মামলা করা হয়েছে সহিংসতার অভিযোগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে। মঙ্গলবার অর্থাৎ ৩০শে জুলাই রাতে কর্ণফুলী থানায় এই মামলাটি করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি-পিআর) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজের তরফ থেকে জানা যায়, ‌চট্টগ্রাম নগরীতে কোটা আন্দোলনে হত্যা, সন্ত্রাসী কার্যক্রম ও নাশকতার অভিযোগে নতুন একটি মামলা সহ বিভিন্ন থানায়  ২৩টি মামলা করা হয়েছে। এসব মামলায় গত ২৪ ঘণ্টায় ১২ জনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে নগর পুলিশের অভিযানে এ পর্যন্ত ৫৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে।     

অন্যদিকে, জেলার থানাগুলোতে মামলা রয়েছে ১১টি। নগরী ও জেলায় সহিংসতার অভিযোগ মিলিয়ে মোট মামলার সংখ্যা ৩৪টি। মামলা গুলিতে আসামির সংখ্যা প্রায় ৪৫ হাজার। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় এই মামলাগুলিতে আরও ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত নগরী ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের অভিযানে  গ্রেফতার করা হয়েছে  প্রায়১২ জন এবং ৫ জন।  সব মিলিয়ে বুধবার বিকাল পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনের নামে নাশকতার অভিযোগে দায়ের করা ৩৪ মামলায় ৯৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু তৈয়ব জানিয়েছেন,, ‌‘কোটা সংস্কার আন্দোলনের নামে সহিংসতার অভিযোগে জেলার বিভিন্ন থানায় ১১টি মামলা হয়েছে। এসব মামলায় গত ২৪ ঘণ্টায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়। জেলায় এ পর্যন্ত এসব মামলায় ৪০৫ জনকে গ্রেফতার করা হয়েছে।’

About Ritu Saha

Check Also

ভারতের পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘ সময় পর পাকিস্তান সফরে যাচ্ছেন

Asia Monitor18 পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের কোনো মন্ত্রী শেষবার ২০১৫ সালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!