ফের দুর্ঘটনা নেপালের আকাশে।বুধবার দুপুর সাড়ে তিনটা নাগাদ এই কপ্টার দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়।বুধবার দুপুরে নেপালের কাঠমান্ডু থেকে কপ্টারটি রওনা দিয়েছিল। গন্তব্য ছিল রসুয়া। তার মাঝে নুয়াকোট জেলার সূর্যচৌর এলাকায় পাহাড়ের সঙ্গে ওই কপ্টারের সংঘর্ষ হয়। আবহাওয়া প্রতিকূল থাকার কারণে এই দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। দুর্ঘটনায় মৃত্যু হয় অন্তত পাঁচজনের।যান্ত্রিক ত্রুটির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখনো উদ্ধার কাজ চলছে।
কিছু দিন আগে, ২৪ জুলাই নেপালে বিমান দুর্ঘটনা হয়েছিল। ত্রিভুবন বিমান বন্দর থেকে ওড়ার পরেই দুর্ঘটনার কবলে পড়েছিল একটি ছোট বিমান। ওই মারাত্মক দুর্ঘটনায় ১৮ জন মারা গিয়েছিলেন।