Asia Monitor18 কয়েকবছর আগে রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতি দাঙ্গার সময় মায়ানমার তাতে মদত দেওয়ায়ে প্রাণ বাঁচানোর উদ্দেশ্যে লাখ লাখ রোহিঙ্গা গোষ্ঠীর মুসলিম মানুষ পালাতে বাধ্য হয়।বহু রোহিঙ্গারা গৃহহীন হয়ে পড়েছে। এখন সেই মায়ানমারের জান্তা সরকার বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য রোহিঙ্গাদের নিজের দলে টানতে বাধ্য করছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন “হিউম্যান রাইটস ওয়াচ” এর রিপোর্ট থেকে জানা গেছে, গত ফেব্রুয়ারী থেকে প্রায় এক হাজারেরও বেশি রোহিঙ্গা সেনাকে মায়ানমার সেনাবাহিনীতে যোগদান করাতে বাধ্য করছে।
বন্দি করে আনা রোহিঙ্গাদের মধ্যে অধিকাংশ গ্রাম থেকে জোর করে তুলে নিয়ে এসেছে। এরপর কিছুদিন শিখিয়ে নিয়ে রাখাইন রাজ্যের আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে পাঠিয়ে দিচ্ছে। মায়ানমারের জান্তা সেনা বিদ্রোহীদের আটকাতে রুশ প্রেসিডেন্টের নীতি অনুসরণ করছে। গত নভেম্বরে দেশের তিন বিদ্রোহী গোষ্ঠী- ‘তাঙ ন্যাশনাল লিবারেশন আর্মি, ‘আরাকান আর্মি, এবং ‘মায়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি-র নয়া জোট ‘ব্রাদারহুড অ্যালায়্যান্স সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে অভিযান শুরু করেছিল।