ভারতের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন মুইজ্জু

Asia Monitor18 ভারতের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী জয়লাভ করেছেন। এই নির্বাচনে জয়লাভের ফলে নরেন্দ্র মোদীকে মালদ্বীপের চীনপন্থি প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জু অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম সাবেক টুইটরের এক পোস্টে তিনি মোদীর পাশাপাশি তার দল বিজেপি ও দলটির নেতৃত্বাধীন এনডি জোটকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আরও লিখেছেন,ভারতে ২০২৪ সালের সাধারণ নির্বাচনে টানা তৃতীয়বার সাফল্য পাওয়ায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি ও এনডি জোটকে অভিনন্দন। এছাড়াও তিনি লিখেছেন, দুই দেশের সমৃদ্ধি ও স্তিথিশিলতা অর্জনের জন্য পারস্পরিক বিষয়গুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একসাথে কাজ করার অপেক্ষায়ে আছি। লোকসভার ৫৪৩ টি আসনের সবকটির চূড়ান্ত ফল পাওয়া গেছে। এই নির্বাচনে ২৪০ টি আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। ৯৯ টি আসনে জয় পেয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস। এছাড়াও অন্য দলগুলোর মধ্যে সমাজবাদী পার্টি ৩৭ টি, তৃণমূল কংগ্রেস ২৯ টি, ডিএমকে ২২ টি, তেলেগু দেশম পার্টি ১৬ টি, জনতা দল ১২ টি, শিবসেনা ৯ টি, এনসিপিএসপি ৮ টি শিবসেনা (এসএইচএস ) ৭ টি আসনে জয়ী হয়েছে।

তবে বিজেপি সর্বচ্চ  সংখ্যক জয় পেলেও সরকার গঠনের জন্য ২৭২ আসন পেতে ব্যর্থ হয়েছেন। তাই বিজেপিকে সরকার গড়তে গেলে  নির্ভর করতে হবে দুই শরিক নিতিশ কুমারের জেডিইউ এবং অন্ধ্র প্রদেশের চন্দ্রবাবু নাইডুর দল তেলেগু দেশম পার্টির ওপর। নরেন্দ্র মোদী হতাশ হলেও শুভেচ্ছা বার্তা উপচে পড়ছে। মইজ্জুর পাশাপাশি ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তবগে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহ এছাড়াও ইতালির ও মরিশাসের প্রধানমন্ত্রী প্রমুখ। নানা দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে জানিয়েছেন তারা।

About Ritu Saha

Check Also

ভারতের পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘ সময় পর পাকিস্তান সফরে যাচ্ছেন

Asia Monitor18 পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের কোনো মন্ত্রী শেষবার ২০১৫ সালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!