Asia Monitor18 গতকাল দেশের শীর্ষস্থানীয় মিডিয়া হাউস ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের গণমাধ্যমগুলোর কর্মব্যস্ত অফিসে হঠাৎ দুষ্কৃতকারীরা হামলা চালিয়ে নারকীয় তাণ্ডব শুরু করে। ভীতিকর এক পরিস্থিতি সৃষ্টি হয় শান্তিপূর্ণ অফিসে। সোমবার দুপুর সোয়া ২টার দিকে এই ভয়াবহ ঘটনার সৃষ্টি হয়। ধারালো অস্ত্র, হকিস্টিক, লাঠিসোঁটা নিয়ে ওই দুষ্কৃতকারীরা অতর্কিতে মিডিয়া হাউসের ভেতরে ঢুকে পড়ে এবং হামলা চালায়। দুষ্কৃতকারীরা প্রধান ফটক থেকে শুরু করে ভাঙচুর। প্রথমে তারা রেডিও ক্যাপিটালের ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। কম্পিউটার,ডেস্ক সহ অন্য সামগ্রী ভাঙচুর করে হামলা চালিয়ে। দুষ্কৃতকারীরা কর্মরতদের কয়েকজনকে মারধরও করে। দুষ্কৃতকারীদের হামলা থেকে প্রাণে বাঁচতে অনেকে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন।
দুষ্কৃতকারীরা মিডিয়া প্রাঙ্গণে রাখা অন্তত ২৫ থেকে ৩০টি গাড়িতে ভাঙচুর চালায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাকারীদের মধ্যে বিভিন্ন বয়সী লোকজন ছিল। তাদের কারো কারো মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। অনেকে লুঙ্গি পরাও ছিল।বেশির ভাগ দুষ্কৃতকারীর হাতে ছিল লাঠি। এদের মধ্যে দুজন লাঠি দিয়ে গাড়ি ভাঙচুর করে। দুষ্কৃতকারীরা দৈনিক কালের কণ্ঠ’র অফিসের ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়। তারা ভেতরে ঢুকে কাচের দেয়াল ও দরজা ভাঙচুর করে। দুষ্কৃতকারীরা প্রায় আধঘণ্টা ধরে এই তাণ্ডব চালায়। তারা কালের কণ্ঠ’র অফিসে ঢোকার দরজা ভেঙে ফেলে।
প্রত্যক্ষদর্শীরা আরও জানায় যে , দুষ্কৃতকারীদের কয়েকজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পাশাপাশি তিনটি ভবনে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজটোয়েন্টিফোর ডটকম, নিউজ টোয়েন্টিফোর চ্যানেল, টি স্পোর্টস ও ক্যাপিটাল এফএম রেডিওর অফিস রয়েছে।