Asia Monitor 18 বাংলাদেশে চলমান অস্থিরতার মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর থেকে বাংলাদেশজুড়ে উদ্ভূত সহিংস পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের মেঘালয় রাজ্য তাদের আন্তর্জাতিক সীমান্তে রাত্রীকালীন কারফিউ জারি করা হয়েছে। মেঘালয় রাজ্যের উপমুখ্যমন্ত্রী প্রেস্টোন টাইনসং কারফিউ জারির ঘোষণা দেন গতকাল সোমবার। সোমবার রাত থেকে শুরু হয়েছে এই কারফিউ এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত জারি থাকবে।
মেঘালয় রাজ্যের উপমুখ্যমন্ত্রী প্রেস্টোন টাইনসং বলেছেন, ‘অস্থির পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে রাত্রীকালীন কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে।’ আন্তর্জাতিক সীমান্ত থেকে ভারতীয় ভূখণ্ডের ২০০ মিটারের মধ্যে কারফিউ কার্যকর থাকবে। উপমুখ্যমন্ত্রী বলেছেন, ভারত-বাংলাদেশ সীমান্ত পাহারা দেওয়ার জন্য ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের ৯টি ব্যাটালিয়ন আছে। প্রয়োজনে সরকার সীমান্তে নিরাপত্তা বাহিনীর আরো সদস্য পাঠাবে। সেই সঙ্গে মেঘালয় পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনে বিএসএফকে সহায়তা করার জন্য।
প্রেস্টোন টাইনসং বাংলাদেশে চলমান সহিংস পরিস্থিতি নিয়ে গতকাল বৈঠক করেছেন বিএসএফের ডিআইজি (অপারেশন), রাজ্যের পুলিশ মহাপরিচালক, মুখ্য সচিব ও পুলিশ বিভাগের অন্য কর্মকর্তাদের সঙ্গে। ওই বৈঠেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারফিউ জারির।