Asia Monitor18 মায়ানমার থেকে আসা শরণার্থীরা ভয়াবহ গৃহযুদ্ধ থেকে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য ভারতে পালিয়ে আসে। কিন্তু সেখানে মণিপুর রাজ্যের সরকারের সাম্প্রতিক পদক্ষেপের পরে তাদের গ্রেপ্তার করা হচ্ছে এবং মায়ানমারে ফিরে যেতে বাধ্য করছে। ২মে মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী নংথম্বাম বীরেন সিং ৭৭ জন মায়ানমারের অবৈধ অভিবাসীকে বহিষ্কারের বার্তা দেনএবং তিনি এটাকে সবে প্রথম পর্ব বলে জানান।
মণিপুরের মুখ্যমন্ত্রী বুধবার সামাজিক মাধ্যমে জানিয়েছেন আরও প্রায় ৫,৪০০ জন অবৈধ অভিবাসীকে বহিষ্কার করার প্রক্রিয়া চলছে। ভারত এই শরণার্থীদের স্বীকৃতি দেইনিএবং এরা জাতিসংঘের শরণার্থী কনভেনশনেও স্বাক্ষর করেনি। শরণার্থীরা জানিয়েছেন এই সাম্প্রতিক নির্বাসন তাদের আতংকিত করে তুলেছে। তারা অন্য অন্য গ্রামে চলে যাচ্ছে কারণ তারা স্বীকার করেছে তারা মণিপুর সরকারকে ভয় পায়ে।
জাতিসংঘের হিসাব অনুযায়ী মায়ানমারের এই লড়াইয়ের কারণে প্রায় ২৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ভয়েস অফ আমেরিকা সাক্ষাৎকারের জন্য অনুরধ করলে মণিপুরের মুখ্যমন্ত্রী কোন জবাব দেননি।