মালয়েশিয়ায় জাল পাসপোর্ট তৈরির সিন্ডিকেট, আটক ২ বাংলাদেশি

বেশ কয়েক মাস যাবত বাংলাদেশের এক যুবক এই সিন্ডিকেট পাসপোর্ট টেম্পারিংয়ের সাথে যুক্ত রয়েছে বলে জানিয়েছে দেশটির ইমিগ্রেশন। প্রথমবারের মতো কোনো বাংলাদেশি পাসপোর্ট সিন্ডিকেটের মূল পরিকল্পনাকারী সন্দেহে এক বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। মালেশিয়ার গণমাধ্যম এনএসটি জানায়, বাংলাদেশি এই সিন্ডিকেট দুই বছর ধরে পাসপোর্ট টেম্পারিং এর সঙ্গে যুক্ত রয়েছে। যে সমস্ত প্রবাসীদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের পাসপোর্ট এর প্রথম পাতা ছিঁড়ে তাতে পরির্তন করে মেয়াদ বাড়ানোর কাজ করত তারা।

এই সিন্ডিকেট জাল পাসপোর্ট করা জন্য জনপ্রতি ১ হাজার থেকে ১৫০০ রিঙ্গিত নিয়ে থাকে।জাল পাসপোর্টগুলি বিদেশি শ্রমিকদের মেডিক্যাল পরীক্ষা পর্যবেক্ষণ সংস্থার (ফোমেমা) ছাড়পত্র পাওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে।

সোমবার অর্থাৎ ১৩ মে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক রুসলিন জুসোহ।
তিনি জানান, সন্দেহভাজন ৩৮ বছর বয়সী বাংলাদেশি ‘ওপু ভাই’ হিসেবে পরিচিত।তিনি জানান, পাসপোর্টের পুরোনো সংস্করণগুলো ব্যবহার করত এই সিন্ডিকেট। পলিকার্বোনেট ব্যবহার হয়নি ফলে পরিবর্তন করা সহজ। বিদেশি কর্মীদের মেডিকেল পরীক্ষার জন্য জাল বায়োডাটার মাধ্যমে অনুমোদনের সঙ্গেও জড়িত এ চক্রটি। প্রায় দুইবছর এই কার্যক্রম চলছে বলে নিশ্চিত হয়েছে অভিবাসন বিভাগ।

About Ipsita Mondal

Check Also

ভারতের পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘ সময় পর পাকিস্তান সফরে যাচ্ছেন

Asia Monitor18 পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের কোনো মন্ত্রী শেষবার ২০১৫ সালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!