Asia Monitor18 ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ভারী বৃষ্টিতে ভূমিধসের কারণে অন্তত ৬৩ জন নিহত হয়েছে এবং বহু লোক আটকে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার ভোরবেলা ওয়েনাদ জেলার পাহাড়ি এলাকায় ভূমিধস হয়।ওয়েনাদ, একটি পার্বত্য জেলা যা পশ্চিমঘাট পর্বতশ্রেণীর অংশ, বর্ষার মৌসুমে যা ভূমিধসের ঝুঁকিতে থাকে। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির তরফ থেকে, ওয়েনাড়ের বিভিন্ন জায়গায় ভূমিধস হওয়ায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। হড়কা বানে একটি সেতু ধসে যাওয়ার ফলে মুন্ডাকাল ও আটামালা এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ওয়েনাড় জেলা সাথে অন্যান্য জেলার সড়কপথ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
উদ্ধারকারীরা উদ্ধারকার্যে নেমেছে। ভূমিধ্বসের এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদে যেতে সাহায্য করা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনী অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টায় নিরাপত্তা বাহিনীকে সহায়তা করতে এলাকায় 200 জনেরও বেশি কর্মী পাঠিয়েছে। স্থানীয় হাসপাতালগুলিতে অন্তত 100 জন আহতের চিকিৎসা করা হচ্ছে এবং এখনও পর্যন্ত প্রায় 250 জনকে উদ্ধার করে উদ্ধার ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে।
ভারী বৃষ্টির পূর্বাভাসের কারণে ওয়ানাদ জেলা এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলিকে সতর্ক করা হয়েছে। ১৪টি জেলার মধ্যে ১০টিতে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, তল্লাশি ও উদ্ধার অভিযানে সব সরকারি সংস্থা কাজ করছে। পিনারাই আরও জানান, ভূমিধস ও বৃষ্টিজনিত অন্যান্য দুর্যোগ মোকাবেলায় ন্যাশনাল হেলথ মিশন নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে।
ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ভূমিধসে হতাহতের ঘটনায় নরেন্দ্র মোদী খুবই ‘মর্মাহত’ হয়েছেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন প্রত্যেক নিহতের পরিবার দুই লাখ রুপি এবং আহতের পরিবার ৫০ হাজার রুপি করে সহায়তা পাবে।