পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ দুটি শহরের তালিকায় রয়েছে ভারতের প্রতিবেশী দুই দেশের শহর। তালিকার দ্বিতীয় স্থানে করাচি এবং ষষ্ঠ স্থানে ঢাকা শহর। তারপরও আন্তর্জাতিক মঞ্চে বেকায়দায় পাকিস্তান।
১০০ নম্বরের মধ্যে ৯৩.১২ নম্বর পেয়েছে এই শহর। শুধু তাই নয়, মার্কিনস্টের ডিপার্টমেন্ট থেকে দ্বিতীয় নিকৃষ্ট ভ্রমণ নিরাপত্তা রেটিং পেয়েছে এই দেশ।
তবে এই প্রথমবার নয়, করাচি এর আগেও অবাসযোগ্য শহরের তালিকায় নিজের নাম নথিভুক্ত করেছিল। ২০১৭ সালের শুরুতে করাচিকে বিশ্বের সবথেকে কম নিরাপদ শহরের তালিকায় প্রথম স্থান দেওয়া হয়। এরপর বিশ্বের শীর্ষ পাঁচটি ন্যূনতম বাসযোগ্য নগর কেন্দ্রের মধ্যেও স্থান পেয়েছিল করাচি।