Asia Monitor18 বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ স্পেনের মারিয়া ব্রানিয়াস মোরেরা সোমবার মারা গিয়েছে। যার বয়স ছিল ১১৭ বছর। ইনি মারা যাওয়ার ফলে এখন সেই খেতাব পেতে চলেছেন ইতোওকা। স্পেনের একটি নার্সিং হোমে মারিয়া তার শেষ নিশ্বাস ত্যাগ করে। তোমিকো ইতোওকা জাপানে বসবাসকারী এক বৃদ্ধা নারী যিনি বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে গিনেস বুক অব রেকর্ডসে নাম লেখাতে চলেছেন। জাপানে বসবাসকারী এই বৃদ্ধার বয়স ১১৬ বছর।
ইতোওকা জন্মগ্রহণ করেছিলেন ১৯০৮ সালের ২৩ মে। জাপানের পশ্চিমাঞ্চলীয় আশিয়া নগরীতে তিনি বাস করেন। ইতোওকা একজন পর্বতারোহী ছিলেন। ৭০ বছর বয়স পা দেওয়ার সময়ও তিনি জাপানের পর্বত আরোহণ করতেন। জাপানের উঁচু পর্বত দুবার আরোহণ করেন যার উচচতা ৩,০৬৭ মিটার। হাইকিং বুট ছাড়াই তিনি স্নিকার পরে পর্বতে আরোহণ করেছিলেন। এমনকি একশো বছর বয়সেও তিনি লাঠি ছাড়াই পাথুরে সিঁড়ির দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি আশিয়ার তীর্থস্থানে পৌঁছান। ইতোওকা তিন সন্তানের মা।