Asia Monitor18 ফিলিস্তিনের পশ্চিম তীরের তুলকার্ম নামক একটি শহরের এক মসজিদের ভেতরে লুকিয়ে থাকা পাঁচ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় এই ঘটনা ঘটে। হেলিকপ্টার, ড্রোন ও সাঁজোয়া যান নিয়ে তুলকার্ম, জেনিন ও জর্ডান উপত্যকার এলাকাগুলোতে অভিযান শুরু করে শত শত ইসরায়েলি সেনা।
বুধবার মধ্যরাত থেকে এই অভিযান শুরু হয়। এই হত্যাকান্ড গত কয়েকদিনের চলা অভিযানের মধ্যে অন্যতম একটি। বুধবার মাঝরাতে শুরু হলেও বৃহস্পতিবারেও অভিযান শেষ হয়নি বলে জানা গেছে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে। এছাড়াও তারা জানিয়েছে ইসরায়েলই অভিযানের আগে গাজা ও পশ্চিম তীরের টেলিযোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। জেনিনের প্রধান হাসপাতালের সামনে ইসরায়েলই সেনারা অবস্থান করেছিল। অ্যাম্বুলেন্স গুলিতে তল্লাশি চালাচ্ছিল।
ইসরায়েলই সেনারা বুধবার হাসপাতালটির সামনে মাটির স্তূপ তৈরি করে প্রবেশ আটকে দিয়েছিলেন। ফিলিস্তিনি স্বাস্থ্য বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, বুধবারের এই ইসরায়েলই অভিযানে প্রায় ১২ জন ফিলিস্তিনির হত্যা হয়েছে। তুলকার্মের মসজিদে যে ৫ জনকে হত্যা করা হয়েছে তার মধ্যে আবু শুজা নামে পরিচিত মুহম্মদ জব্বারও একজন।
১৯৬৭ সালের যুদ্ধে পশ্চিমি তীর দখল করে নেয় ইসরায়েল।