ইরানের তেহরানে নিজ বাসভবনে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আজ বুধবার সকালে ইসমাইল হানিয়ার নিহত হওয়ার খবর প্রচার করে।
খবরে বলা হয়, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী তেহরানে এক হামলায় ইসমাইল হানিয়া এবং তার দেহরক্ষী নিহত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে।হামাস জানিয়েছে, তেহরানে ইসমাইল হানিয়ার বাসভবনে গুপ্ত ইহুদিবাদী হামলায় হানিয়াহ নিহত হয়েছেন।
ইসমাইল হানিয়াকে হত্যার নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। একইসঙ্গে ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। এ সময় ফিলিস্তিনিদেরকে ‘ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, ধৈর্যশীল ও অবিচল থাকার’ আহ্বান জানান আব্বাস।
রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ বলেছেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের প্রধান রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া নিহত হওয়ার ঘটনাটি ‘একেবারেই অগ্রহণযোগ্য রাজনৈতিক হত্যাকাণ্ড’। আজ বুধবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
বোগদানভ বলেন, এটি পুরোপুরি অগ্রহণযোগ্য রাজনৈতিক হত্যাকাণ্ড। এ ঘটনাটি উত্তেজনা আরও বাড়িয়ে দেবে।রুশ উপপররাষ্ট্রমন্ত্রী মনে করেন, এ হত্যার ঘটনাটি গাজায় যুদ্ধবিরতিসংক্রান্ত আলোচনার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
এদিকে হামাসের শীর্ষ নেতার হত্যাকাণ্ডের ঘটনা মধ্যপ্রাচ্যকে ‘উল্লেখযোগ্যভাবে অস্থিতিশীল’ করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। আজ হামাসপ্রধানকে হত্যার ‘কঠোর নিন্দা’ জানিয়ে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ এ হুঁশিয়ারি দেন।
তিনি আল জাজিরাকে বলেন, ‘আমরা বিশ্বাস করি যে এ ধরনের পদক্ষেপগুলো মধ্যপ্রাচ্যে শান্তি পুনরুদ্ধার প্রচেষ্টার বিরুদ্ধে পরিচালিত হয়েছে এবং এ ঘটনা এরই মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।’এর আগে, রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ হানিয়ার হত্যাকাণ্ডকে ‘একেবারেই অগ্রহণযোগ্য রাজনৈতিক হত্যা’ বলে অভিহিত করেছেন।
এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস আজ ভোরে জানায়, ইরানের রাজধানী তেহরানে হানিয়ার বাসভবন লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে হামাসপ্রধান দেহরক্ষীসহ নিহত হয়েছেন। এর আগে তিনি ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দেন।অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী মঙ্গলবার দাবি করেছে, তাদের বাহিনী ড্রোন হামলা চালিয়ে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যা করা হয়েছে।