ভারতের পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘ সময় পর পাকিস্তান সফরে যাচ্ছেন

Asia Monitor18 পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের কোনো মন্ত্রী শেষবার ২০১৫ সালে পাকিস্তান গিয়েছিলেন। আফগানিস্তানসংক্রান্ত একটি সফরে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ  সে দেশে গিয়েছিলেন। আবার ৯বছর ভারতের কোন মন্ত্রী সেখানে যাননি। ৯ বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আন্ত সরকার সংস্থা সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনে (এসসিও) যোগ দিতে পাকিস্তান সফরে যাচ্ছেন। আঞ্চলিক নিরাপত্তার সহযোগিতায় বড় ভূমিকা আছে এসসিওর। ভারতের  পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন। চলতি অক্টোবরের মাঝামাঝি এই সফর হতে পারে বলে জানা গেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, আগামী ১৫ ও ১৬ অক্টোবর ইসলামাদে অনুষ্ঠিত এসসিওর সম্মেলনে আমাদের পররাষ্ট্রমন্ত্রী  ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। বিশ্বের বৃহত্তম আঞ্চলিক আন্ত রাষ্ট্রীয় সংস্থা হল এই এসসিও। এসসিও ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়। ভারত-পাকিস্তান ছাড়াও রাশিয়া, চীন, কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান এবং তাজিকিস্তান এই সংস্থার সদস্যের তালিকায় বর্তমান।

এর আগে গতবছর ভারতে এসসিও পররাষ্ট্রমন্ত্রীদের এমন এক বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী অংশ নিয়েছিলেন। তিনি ছিলেন ২০১১ সালের পর ভারত সফর করা প্রথম পাকিস্তানি রাজনীতিবিদ। আর সেই সফরের পর জয়শঙ্কর এবার পাকিস্তান সফরে যাচ্ছেন।

ভারত ও পাকিস্তান এই দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘ বছর ধরে শত্রুতা চলে আসছে। ১৯৪৭ সালের পর থেকে যে তিনটি যুদ্ধ হয়েছে তার মধ্যে দুটিই ছিল কাশ্মীরকে নিয়ে। ভারত পাকিস্তান সম্পর্ক নিয়ে টানাটানি চললেও অবস্থার আরও অবনতি ঘটে ২০১৯ সালে। ওই বছরেই কাশ্মীরে ভারতীয় সেনাদের ওপর জঙ্গি হামলা করলে ভারত ও পাল্টা জবাব দেওয়ার উদ্দেশ্যে পাকিস্তানের ভূখণ্ডে হামলা করে।

About Ritu Saha

Check Also

হাইতিতে অপরাধী চক্রের হামলায় বৃদ্ধি পেয়েছে নিহতের সংখ্যা

Asia Monitor18 হাইতিতে এক ছোট শহরে সশস্ত্র অপরাধী চক্রের হামলায় পুর অঞ্চল অসন্তুষ্ট হয়ে পড়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!