১৪দিনে ৯লাখ গাজা অঞ্চলের বাসিন্দা আশ্রয়হীন

Asia Monitor18 ইসরায়েলের সঙ্গে গাজার তীব্র যুদ্ধ চলছে। গাজার জাবালিয়া ও বেত লাহিয়ায়ে দিনরাত  বিমান বাহিনী নিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। এই যুদ্ধে কমপক্ষে ১৮ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফায়ে ইসরায়েলদের হামলা আরও শক্তিশালী হয়ে ওঠে।  অনলাইন আল জাজিরা সূত্রে খবর, দুই সপ্তাহে  প্রায় ৪০ শতাংশ মানুষ আশ্রয়হীন হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার কর্তৃপক্ষে বলা হয়েছে রাফা থেকে ৯ লাখ জনগণ আশ্রয়হীন হয়েছে যা রাফার মোট জনসংখ্যার ৪০ শতাংশ। গত ৭ই অক্টোবর থেকে চলে আসা ইসরায়েলের হামলার ফলে প্রায় ৩৫ হাজার ৫৬২ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ৭৯ হাজার ৬৫২ জন আহত বলে জানান হয়েছে।

গাজায়ে এমন নৃশংস ভাবে হত্যাকাণ্ড চালানোর জন্য ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ট সহ  ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ  আদালতের কাছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আবেদন জানানো হয়।এই আবেদন ভুল বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গাজার এমন পরিস্তিথি দেখেও মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের প্রতি পূর্ণ সমর্থন দেখান।  

About Ritu Saha

Check Also

ভারতের পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘ সময় পর পাকিস্তান সফরে যাচ্ছেন

Asia Monitor18 পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের কোনো মন্ত্রী শেষবার ২০১৫ সালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!