Asia Monitor18 লোহিতসাগরে সৌদি আরবের পতাকাবাহী আমজাদ ও পানামার পতাকাবাহী ব্লু লেগুন ওয়ান নামের দুটি অপরিশোধিত জ্বালানী তেলবাহী ট্যাঙ্কে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রর সাহায্যে ট্যাংকারটিতে আঘাত করা হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ট্যাংকার দুটিতে দুটি বালিস্তিক ক্ষেপণাস্ত্র ও একটি আত্মঘাতী দ্রোণ দিয়ে হামলা করে হুতিরা। তাদের এই হামলার ফলে দুটি জাহাজই আঘাতগ্রস্ত হয়। এই হামলাকে মার্কিন বাহিনী ‘বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, দুটি জাহাজই অপরিশোধিত তেল দিয়ে ভরা। এর মধ্যে আমজাদে আছে প্রায় ২০ লাখ ব্যারেল তেল। সৌদির মালিকানাধীন ট্যাংকারটিকে সরাসরি হামলার জন্য নিশানা করা হয়নি। গত বছর ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর ইসরায়েল গাজায় হামলা শুরু করে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখল করা ইসরায়েলের হামলার প্রতিবাদে এডেন ও লোহিত সাগরে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মালিকানাধীন জাহাজে গত নভেম্বর থেকে হামলা চালাচ্ছে হুথিরা।
বিশ্বে সমুদ্রপথে যত বাণিজ্য হয় তার মধ্যে ১২ শতাংশ লোহিত সাগর দিয়ে করা হয়। তবে হুথিদের এই হামলার ফলে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলো লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। হামলার সময় জাহাজ দুটি কাছাকাছি ছিল। হামলায় বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। হতাহতের সম্পর্কে কিছু জানা যাইনি। হামলার পরেও জাহাজ দুটি গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে।