ইসরায়েলে রকেট হামলা হিজুবুল্লাহর

Asia Monitor18 লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের ভূখণ্ডে কয়েক ডজন ‘কাতিউশা’ রকেট ছুড়েছে বলে জানাচ্ছে তারা। হিজুবুল্লাহ জানায় গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে একের পর এক হামলা চালিয়ে আসছে তারা। সর্বশেষ এই হামলা চালাল তারা। এই হামলার ঘটনা মূলত ঘটছে ইসরায়েলের উত্তরাঞ্চলের বেইত হিলেল এলাকায়। অবশ্য এর  আগে লেবাননের কেফার কেলা ও দেইর সিরিয়ানে ইসরায়েল হামলা চালিয়েছিল। কয়েকজন বেসামরিক মানুষ আহত হয়েছিলেন এই ঘটনায়। এর জবাব দেওয়ার জন্য ইসরায়েলই ভূখণ্ডে রকেট ছুঁড়ছে হিজুবুল্লাহ।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া ও হিজুবুল্লাহ সিনিয়র কামান্ডার এবং ফুয়াদ শুকরকে হত্যার পর মধ্যপ্রাচ্য জুড়ে চলছে চরম উত্তেজনা। দুই শীর্ষ নেতাকে হত্যার জন্য ইসরায়েলকে সরাসরি দায়ী করছে ইরান, হামাস ও হিজুবুল্লাহ। সেই সঙ্গে প্রতিশোধের কথাও বলছে তারা। এরপরই ইসরায়েলে হামলা হয়। তবে ইসরায়েল কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে তা নিয়ে কোন মন্তব্য করেননি।

ইসরায়েলই সামরিক বাহিনী জানিয়েছে রকেট নিক্ষেপের কিছুক্ষণ পরই বিমান বাহিনী হিজুবুল্লাহর লঞ্চারে আঘাত করে মূলত সেখান থেকেই এসব রকেট নিক্ষেপ করা হচ্ছিল। শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠী প্রায় ১০ মাস ধরে ইসরায়েলে বিভিন্ন লক্ষ্যবস্তুতে নিয়মিত হামলা চালাচ্ছে।

About Ritu Saha

Check Also

 নেতানিয়াহুকে হত্যার উদ্দেশ্যে ইসরায়েলিকে নিয়োগ ইরানের

Asia Monitor18 এক ইসরায়েলই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে যাকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ ইসরায়েলই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!