Asia Monitor18 মৃত্যু এমনই একটা জিনিস যা কখনও কাউকে বলে আসবে না। এমনই একটা ঘটনা ঘটল আইভরিকোস্টের সাবেক ডিফেন্ডারের সঙ্গে। মাত্র ৩৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সুলেমেন বামবা। যে বয়সে মাঠে থাকার কথা সে বয়সে তাকে পৃথিবী ছেড়ে চলে জেতে হল না ফেরার জগতে। তার মতো বয়সে অনেকে এখনো মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন।
খেলোয়াড়ি ক্যারিয়ারের ইতি টেনে কোচিং ক্যারিয়ারে যোগ দেন বামবা। আগের বছর জানুয়ারিতে বুট জোড়া তুলে রাখেন তিনি। কার্ডিফের সহকারী কোচ হিসেবে কিছুদিন কাজ করার পর তুর্কি ক্লাব আদানাস্পোরের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে যোগদান করেন।
আদানাস্পোর এক বিজ্ঞপ্তির মাধ্যমে বামবার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন ‘গতকাল মানিসা ফুটবল ক্লাবের বিপক্ষে ম্যাচ শুরুর আগে আমাদের টেকনিক্যাল ডিরেক্টর সুলেমেন বামবা অসুস্থ হলে তাকে মানিসা সেলাল বায়ার ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করানো হয়। তবে দুর্ভাগ্যজনক হচ্ছে তিনি তার জীবন হারিয়েছেন।‘
২০২১ সালে বামবার নন-হজকিন’স(ক্যান্সারের এক ধরন) লিম্পোমা ধরা পড়ে। পরে অবশ্য একটা কোর্স কেমোথেরাপি দেওয়ার পর তাকে ক্যান্সার মুক্ত বলা হয়। তখন ডাক্তার তাকে পুরোপুরি সুস্থ বলে নিশ্চিত করে। ইংল্যান্ডের ক্লাব কার্ডিফ সিটি, লিডস ইউনাইটেড ও লেস্টার সিটির হয়ে খেলেছেন বামবা। এছাড়াও ইতালি, স্কটল্যান্ডসহ আরো বেশকিছু ক্লাবের হয়ে খেলেছেন তিনি।
মানিসা ফুটবল ক্লাবের বিপক্ষে গতকাল তার দলে ম্যাচ শুরুর আগে অসুস্থতাবোধ করলে তাকে ভর্তি করানো হয় হাসপাতালে। তারপরে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
১১ বছর বয়সে প্যারিস-সেন্ট জার্মেইয়ের হয়ে ফুটবল শুরু করে বামবা। আইভরিকোস্টের ৪৬ টি ম্যাচ খেলেছেন বামবা।