Asia Monitor18 আফগানিস্তান জলবায়ু পরিবর্তনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি দেশ। উত্তর আফগানিস্তানে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ জনে। নিহতদের মধ্যে বেশির ভাগ নারী ও শিশু বলে জানান হয়েছে। “হামদর্দ জানিয়েছেন”, ‘যারা ঘরবাড়ি হারিয়েছে তাদের তাঁবু, কম্বল এবং খাবার সরবরাহ করা হয়েছে। জলাবদ্ধ রাস্তা এবং মৃতদেহগুলো সাদা ও কালো কাপড়ে ঢেকে রাখা হয়েছে।
এছাড়াও দেখা গেছে চারদিকে শিশুদের কান্নার আওয়াজ এবং অনেকে বন্যার জলে ভেসে যাওয়া ঘরের ভাঙা কাঠ এবং ধ্বংসাবশেষের দিকে অসহায়ের মতো তাকিয়ে আছেন।কৃষিজমি জলের নীচে ডুবে গেছে। দেশটিতে ৪০ মিলিয়নেরও বেশি লোকের ৮০ শতাংশ কৃষির ওপর নির্ভরশীল।
বিশ্বব্যাংকের মতে, আফগানিস্তানের অর্ধেক জনসংখ্যা দারিদ্র্যসীমার নিচে বাস করে এবং ১৫ মিলিয়ন মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন হচ্ছে। চার দশকের যুদ্ধে বিধ্বস্ত বিশ্বের অন্যতম দরিদ্র দেশ হল আফগানিস্তান। জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে এই দেশটি।