ফেসবুকে বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও ব্যঙ্গাত্মক ছবি প্রচারের অভিযোগে ছয়জনের সাইবার নিরাপত্তা আইনে মামলা করেছেন এক ছাত্রলীগ নেতা। গত বৃহস্পতিবার দুপুরে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের অর্থবিষয়ক সম্পাদক আবু ছুফিয়ান এ মামলা করেন।
মামলার অভিযুক্তরা হলেন, সিলেটের জকিগঞ্জ উপজেলার চিনির চক মুন্সিপাড়া গ্রামের আবুল কালাম আজাদ লস্কর (২৮),কানাইঘাট উপজেলার বড়দেশ উত্তর গ্রামের মো. আবদুল্লাহ নাঈম (২৬),গোলাপগঞ্জ উপজেলার ফতেহপুর ভাদেশ্বর গ্রামের জহিরুল ইসলাম (২৬),মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর গ্রামের এবাদুর রহমান (২৮), সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার এনায়েতনগর গ্রামের মো. জাহাঙ্গীর আলম (৩০) ও দোয়ারাবাজারের উনগ্রামের রফিক উদ্দিন (৩০)। সিলেটের সাইবার ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. মনির কামালের আদালতে এ মামলা করা হয়।
সিলেটের সাইবার ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো.মনির কামাল মামলাটি আমলে নিয়ে ছাতক থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী এডভোকেট আমিনুল হক খান।মামলার অভিযোগে উল্লেখ করা হয়, আবু ছুফিয়ান দীর্ঘদিন ধরে ফেসবুকে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ছবি প্রচার করে আসছেন। তাঁর সেই সব ছবিতে আসামিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে খারাপ মন্তব্য করেন। এ ছাড়া আসামিরা বিভিন্ন সময় তাঁদের নিজ নামে ফেসবুক আইডি ও ফেক আইডি খুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম এবং ছবি বিকৃত করে প্রচার করছে। এসব ব্যাপারে বাধা দিলে তারা আরও বেশি অপপ্রচার চালিয়ে যাচ্ছে এবং মামলার বাদীকে ভয়ভীতি প্রদর্শন করছে।