এক লাফে ডলারের দাম বাড়ল ৭ টাকা।এতদিন বাংলাদেশ ব্যাংক হতে বলা হচ্ছিল ডলারের সংকট কমে আসবে। শিগগির আসবে স্থিতিশীলতা।এখন বাংলাদেশ ব্যাংকই এক লাফে ডলারের দাম বাড়িয়ে দিয়েছে সাত টাকা। ১১০ টাকার ডলার তারা নির্ধারণ করে দিয়েছে ১১৭ টাকা।এক দিনের ব্যবধানে ৭ থেকে ৯ টাকা বেড়েছে গেছে দাম।খোলাবাজারে ডলারের দাম আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। কেন্দ্রীয় ব্যাংকের একটি সিদ্ধান্তে ডলারের খোলাবাজারে এর ব্যাপকভাবে প্রভাব পড়েছে।
৮ই মে বুধবার এক সার্কুলার জারির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক নতুন এ দাম ঘোষণা করে।ডলারের এই দাম বাড়ানোর ফলে পণ্যের দাম আরো বাড়ার আশঙ্কা তৈরি হয়।ব্যবসায়ীরা মনে করছেন, ডলারের এ দাম বৃদ্ধির ফলে আমদানি ব্যয় বাড়তে পারে। তারা বলেন, এতদিন ডলার পাওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও পাওয়া যাচ্ছিল এবং দাম তুলনামূলক কম ছিল। এখন একসঙ্গে সাত টাকা বাড়ানোর ফলে আমদানি ব্যয় বাড়বে, বাড়বে পণ্যের দাম। একই সঙ্গে বাড়বে মূল্যস্ফীতি,ফলে সাধারণ মানুষরা চাপে পড়বেন।
বাংলাদেশের শীর্ষস্থানীয় আমদানিকারকরা বলছেন, প্রায় দেড় বছর ধরে বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারিত একটি সীমার মধ্যে ধরে রাখলেও বাস্তবে কাঁচামালসহ বিভিন্ন পণ্য আমদানিতে তাঁদের ১১৭ থেকে ১২০ টাকায় ডলার কিনতে হয়েছে।
তবে ডলারের দাম একলাফে ৬.৩৬ শতাংশ বেড়ে যাওয়ায় জ্বালানি আমদানির খরচ বেড়ে যাবে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। এতে বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধির আশঙ্কা রয়েছে। ব্যবসায়ীরা বলেন, এই চাপ মোকাবেলায় সরকারকে ভিন্ন কোনো ব্যবস্থা নিতে হবে।