Asia Monitor18 বাংলাদেশ ব্যাঙ্কের গভর্নর ড. আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাঙ্কের বোর্ড রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেছেন এস আলম গ্রুপকে ইসলামী ব্যাঙ্ক থেকে বের করে দেওয়ার উদ্যোগে ইসলামি ব্যাঙ্ক বাংলাদেশের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ ব্যাঙ্ক। তিনি আর ও বলেছেন, এখন আলম গ্রুপ ছাড়া অন্য কার নামে এককভাবে ২% বেশি শেয়ারধারি নেই। তাই পরে যখন কোন শেয়ার হোল্ডার ২% শেয়ারের মালিক হবেন তখন তাদের মধ্যে থেকে পরিচালক নিয়োগ হবে। এছাড়াও বলেছেন,দু- একদিনের মধ্যে একটি ছোট্ট বোর্ড গঠন করা দেওয়া হচ্ছে। বর্তমানে অধিকাংশ শেয়ার এস আলমের দখলে থাকায় স্বতন্ত্র পরিচালক দিয়ে আপাতত ব্যাঙ্ক থেকে টিকিয়ে রাখা হবে।
২০১৭ সালে ইসলামী ব্যাঙ্ক দখলে নেয় এস আলম গ্রুপ। ব্যাঙ্কটির শেয়ারের ৮২ শতাংশের মালিকানা রয়েছে এস আলমের হাতে। ব্যাঙ্কটির মালিকানা নেওয়ার পর থেকে ৭৫ হাজার কোটি টাকা বের করে নিয়েছে এস আলম গ্রুপ। সে নামেই হোক বা বেনামে। ব্যাঙ্ক কোম্পানি আইন অনুসারে কোন একটি ব্যাঙ্কে এক ব্যক্তি, পরিবার সর্বচ্চ ১০ শতাংশ শেয়ারের মালিকানা নিতে পারে কিন্তু এস আলম গ্রুপ ইসলামি ব্যাঙ্ক দখলের পর ২৪ প্রতিষ্ঠানের অনুকূলে ১৩১ কোটি ৮৯ লাখ ১২ হাজার ১৬৫ টি শেয়ারের মালিকানা নিয়েছে যা ব্যাঙ্কটির মোট শেয়ারের ৮২.৯২ শতাংশ। এস আলমের ছেলে আহসুনাল আলমের মালিকানাধীন জেএমসি বিলডারস ও ব্যাঙ্কটির চেয়ারম্যানের নামে শেয়ার রয়েছে ২.১ শতাংশ। ইউনিগ্লব বিস্নেস সহ আরও অন্যান্য প্রতিষ্ঠানের নামে রয়েছে ২ থেকে ৫ শতাংশ শেয়ার।
সোমবার বাংলাদেশ ব্যাঙ্ক নির্দেশ দিয়েছে এস আলম গ্রুপের নিয়ন্ত্রাধিন ছয় ব্যাঙ্কের ঋণ বিতরণ ও এলসি খোলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে।