দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌসেনার উপস্থিতি, নৌবাহিনীর সতর্ক থাকার নির্দেশ চীনের

শুক্রবার দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌ সেনার এক ডেস্ট্রয়ারকে চীনের সামরিক  বাহিনী সর্তকতা জানিয়েছে । ঘটনাটি ঘটে যখন ইউএসএস হালসে প্যারাসেল দ্বীপের কাছাকাছি যাত্রা করছিল। চীনের এক সেনা প্রতিনিধি বলেন যে” তারা জাহাজটির গতিপথের দিকে নজর রাখছিল এবং নৌ ও বিমান বাহিনী দ্বারা সতর্কতা জারি করছিল”।

মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ চীনের সার্বভৌমত্ব এবং নিরাপত্তাকে গুরুতরভাবে লঙ্ঘন করে। পিপেলস লিবারেশন আর্মি, ওয়াশিংটনকে “নিরাপত্তা ঝুঁকির স্রষ্টা” বলে দাবি করে এবং আরো বলে যে ইউএস শুধুমাত্র দক্ষিণ চীনের ওপর নজরদারি করার জন্য এই কাজটি করে। মার্কিন নৌসেনা ইউএসএস হালসে এর কাছে অধিকার আছে চীনের দক্ষিণ সাগরের কাছে প্যারাসেল দ্বীপপুঞ্জের কাছে যাত্রা করার।

চীন দক্ষিণ চীন সাগরের যে বৃহত্তম অংশ দাবি করে তা ফিলিপাইন,মালয়েশিয়া, ভিয়েতনাম,ইন্দোনেশিয়া ও ব্রুনাই  দাবি করা অংশগুলির মধ্যে পড়ে ।২০১৬ সালে আদালতের রায় অনুযায়ী বেইজিংয়ের করা দাবীগুলি আন্তর্জাতিক আইনের চোখে ভিত্তিহীন।

About Tuhina Porel

Check Also

ভারতের পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘ সময় পর পাকিস্তান সফরে যাচ্ছেন

Asia Monitor18 পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের কোনো মন্ত্রী শেষবার ২০১৫ সালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!