চীনে তীব্র বৃষ্টির কারণে নগরগুলির দুর্বল নিষ্কাশন ব্যবস্থা প্রশ্নের মুখে

এক ঘন্টার ভারী বৃষ্টিতে জলের নিচে তলিয়েছে চীনের দক্ষিণাঞ্চল শহরের রাস্তাগুলি পরিণত হয়েছে নদীতে পাতাল রেলস্টেশনের ভূগর্ভস্থ পথ দিয়ে জল উপচে পড়ছে রাস্তায়। নগর গুলি আকস্মিক বন্যা ও জলাবদ্ধতার সম্মুখীন হয়েছে। তবে হতাহতের কোন খবর মেলেনি।
সোমবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত চাংশায় ৬৫ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জুন মাসে ঘণ্টব্যাপী বৃষ্টির নতুন রেকর্ড এটি, চীনের আবহাওয়া পরিষেবা সূত্রের খবর।ফলে চীনের দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশের রাজধানী চাংশা ভারি বৃষ্টির কারণে তলিয়ে গেছে।বৃষ্টি ও বন্যার কারণে চাংশায় কারও প্রাণহানি হয়েছে বলে তাৎক্ষণিকভাবে কোনো খবর পাওয়া যায়নি। তবে গত কয়েকদিনে গুয়াংডংসহ চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে বন্যা ও ভূমিধসে বহু মানুষের মৃত্যু হয়েছে।
সাধারণত চীনে জুলাইয়ের শেষের দিক করেই এরূপ বন্যার দেখা মিলে কিন্তু জুন মাসে অতিরিক্ত পরিমাণে বৃষ্টি, অনেককেই অবাক করেছে। সামাজিক মাধ্যমের একটি ভিডিওতে দেখা যায় যে পাতাল রেলস্টেশনের ভূগর্ভস্থ পথ দিয়ে জল উপচে পড়ছে রাস্তায়। এবং বিকেলের মধ্যেই আর শহরের দুটি পাতাল রেলের লাইন বন্ধ করা হয় এবং বেশ কয়েকটি পর্যটন স্থানও বন্ধ করা হয়।
চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, জরুরি বিভাগের কর্মীরা স্থানীয়দের রবারের নৌকায় করে যাতায়াতের ব্যবস্থা করছেন এবং ডুবে যাওয়া বা রাস্তায় আটকা পড়া ব্যক্তিদের এবং গাড়িচালকদের উদ্ধারের জন্য কাজ করছেন।
একজন সামাজিক মাধ্যম ব্যবহারকারী তার উইবো অ্যাকাউন্টে লিখেছেন “তুমুল বৃষ্টি হচ্ছে, এই রকমভাবে পড়তে থাকতে আমার কম্পাউন্ড একটা দ্বীপে পরিণত হবে।”
তীব্র ঝরো হাওয়া এবং প্রবল বৃষ্টিপাতের যুগলবন্দীতে চীনের দক্ষিণাঞ্চলে বন্যার পরিস্থিতি দাঁড়িয়েছে। ব্যাপকভাবে গড়ে তোলা জনবহুল মেগাসিটিগুলোর নিষ্কাশন ব্যবস্থার দুর্বলতা নিয়ে নানান প্রশ্ন উন্মোচিত হচ্ছে এবং নগরগুলো আকস্মিক বন্যা ও জলাবদ্ধতার মধ্যে পড়ছে।
গত সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দক্ষিণাঞ্চলে বন্যা মোকাবেলায় সর্বাত্মক প্রচেষ্টার আহ্বান জানান এবং নিখোঁজ ও আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানান।

About Tuhina Porel

Check Also

ভারতের পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘ সময় পর পাকিস্তান সফরে যাচ্ছেন

Asia Monitor18 পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের কোনো মন্ত্রী শেষবার ২০১৫ সালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!