Asia Monitor18 চিনের দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশের রাজধানী চাংশতে ভারী বৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এই টানা বৃষ্টির কারণে জলের তলায় তলিয়ে গেছে চাংশ। নগরটির রাস্তাগুলো নদী বলে মনে হচ্ছে। পাতাল রেলের সুরঙ্গ ও মানুষের ব্যবহৃত আণ্ডারপাসগুলো জলে ডুবে গেছে। চিনের আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার স্থানীয় সময় সকাল ৯ টা থেকে ১০ টা পর্যন্ত ৬৫.১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে চাংশ। জুন মাসে ১ ঘণ্টার এই বৃষ্টি নতুন রেকর্ড গড়েছে। দেখা গেছে পাতাল রেল স্টেশনের পথ দিয়ে জল উপছে রাস্তায় জল চলে আসছে। বিকেলের মধ্যে অবশ্য শহরটির দুটি পাতাল রেল বন্ধ করে দেয়। এছাড়াও কিছু পর্যটন স্থলও বন্ধ করে দেয়। একজন সামাজিক মাধ্যম ব্যবহারকারী বলেছেন “তুমুল বৃষ্টি হচ্ছে এভাবেই চলতে থাকলে আমার কম্পাউনড একটি দ্বীপে পরিণত হবে”।
দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে জরুরী বিভাগের কর্মীরা স্থানীয়দের রবারের নৌকায় করে যাতায়াত করার ব্যাবস্থা করেছে এবং রাস্তায় আটকে পড়া গাড়ি চালকদের উদ্ধার করার কাজ করছে। বৃষ্টি ও বন্যায় কোন মানুষের প্রাণহানি হয়নি বলেই জানা গেছে। তবে কিছু জায়গায় বন্যা ও ধসে বহু মানুষ মারা যায়। গত সপ্তাহে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং দক্ষিণাঞ্চলে বন্যা মোকাবিলার জন্য চেষ্টা করে ও নিখোঁজ ও আটকা পড়া ব্যক্তিদের উদ্ধারের জন্য পদক্ষেপ নেওয়ার কথা জানান।
জুন মাসে এমন বৃষ্টিপাত অনেককেই আশ্চর্য করে তুলেছে। সাধারণত জুলাইয়ের শেষের দিকে এমন প্রবল বর্ষার দেখা পাওয়া যায়। তবে এই বর্ষা হটাত করেই হানা দেয় চিনে।