গত সাতমাস ধরে অনবরত গাজার উপর হামলা চালাচ্ছে ইজরায়েল। মঙ্গলবার সেই হামলায় রাষ্ট্রপুঞ্জের এক কর্মী মারা যায় ( অনিল বৈভব)। তিনি একজন অবসরপ্রাপ্ত ভারতীয় কর্মী ।গাজা ইজরায়েলি হামলায় অন্তত ৩১ জন আন্তর্জাতিক ত্রাণকর্মীর মৃত্যু হয়েছ।
যুদ্ধ বিধ্বস্ত গাজা বাসীদের জন্য এাণসামগ্রী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই এাণসামগ্রী জলপথে গাজায় পৌঁছাবে। যা সাইপ্রাস থেকে গাজা উদ্দেশ্যে রওনা দেয় । জাহাজটি যে উপকূল বন্দরে থাকবে সেই অস্থায়ী বন্দরটি মূলত মার্কিন সামরিক বাহিনী দ্বারাই তৈরি । এই জাহাজটি সেই অস্থায়ী বন্দরটির প্রথম জাহাজ।
এাণ সামগ্রী মধ্যে রয়েছে অস্থায়ী তাবু নির্মাণ সামগ্রী এবং সর্বহারা গাজাভাসীদের জন্য আশ্রয় কেন্দ্র নির্মাণ করায় প্রধান লক্ষ্য । এাণসামগ্রী জাহাজ থেকে ট্রাক মারফত নিয়ে যাওয়া হবে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায় সামুদ্রিক করিডরটি স্থলপদ দ্বারা সম্ভব কিন্তু আপদকালীন সময়ের জন্য সমুদ্রপথ ব্যবহার করা হচ্ছে ।
ইজরায়েলকে উদ্দেশ্য করে যুক্তরাষ্ট্র বলে যে “এই এাণসামগী বিনা বাধায় গন্তব্যে পৌঁছানোর জন্য অনুরোধ করছে”।
সংঘাতের এই সময় বুধবার ইসরাইলকে সতর্কবার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সংগঠনের তরফে বলা হয়েছে অবিলম্বে প্যালেস্টাইন এাণ শিবির ঘেরা ফের রাফায় হামলা বন্ধ করা উচিত। ২৭ টি ইউরোপীয় রাষ্ট্রের গোষ্ঠী হুঁশিয়ারি দিয়েছে বলে জানা গেছে।